#উত্তর ২৪ পরগনা: বনগাঁ কালুপুর বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ। রীতিমতো স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে। উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুরে উনাইতে দিল্লি বোর্ড পরিচালিত বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুল গতকাল হঠাৎ করে অভিবাবকদের বৈঠক ডেকে বেতন বৃদ্ধি করে। অভিবাকদের দাবি, স্কুল কমিটি প্রথমে বেতন দ্বিগুণ বৃদ্ধি করার কথা জানায়। পরবর্তীতে জানান হয় ৬০ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ করে বেতন বৃদ্ধির প্রতিবাদে এদিন সকাল থেকে অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুলের প্রিন্সিপাল ও ম্যানেজিং কমিটির সদস্য এসে অভিভাবকদের সঙ্গে কথা না বলার কারণে অভিভাবকরা স্কুলের মধ্যে বিক্ষোভ শুরু করেন।
ক্ষুব্দ অভিভাবকরাই স্কুল গেটে তালা দিয়ে দেয়। অভিভাবকদের দাবি যতক্ষণ না পর্যন্ত বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল সুজাতা চক্রবর্তী জানান, "গতকাল সমস্ত অভিভাবকদের নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত কোন লিখিত নোটিশ দেওয়া হয়নি। বেসরকারি স্কুলে বেতন বাড়বে না তো কি হবে। কিন্তু এখনো বেতন বাড়ানোর কোন কথা বলা হয়নি।" তবে স্কুল কর্তৃপক্ষ অবশ্য আগেই অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করলেও, অভিভাবকদের তেমন কোন বিজ্ঞপ্তি স্কুলের তরফ থেকে দেওয়া হয়নি বলেই জানান তারা। বিক্ষোভ সামাল দিতে পুলিশি হস্তক্ষেপেরও দাবি জানানো হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North 24 Pargana news, School