#উত্তর ২৪ পরগনা: সরস্বতী বন্দনার চিরাচরিত ছক ভেঙে দিলেন প্রধান শিক্ষক। আর সেটা করলেন বাগদেবীর আরাধনার দিনই। সরস্বতী পুজোয় প্রথা ভেঙে এক নতুন পথ দেখাল অশোকনগর বিদ্যাসাগর বানীভবন উচ্চ বিদ্যালয়। স্কুলের ছাত্রের হাতে গড়া সরস্বতী মূর্তি। আর সেই ঠাকুরের পুজোয় এবার পুরোহিতের ভূমিকায় থাকছে স্কুলেরই মাধ্যমিকের ছাত্রী শর্মিষ্ঠা চ্যাটার্জী। ব্রাহ্মণ পরিবারে বেড়ে ওঠা শর্মিষ্ঠা পুজোর বিষয়ে তালিম নিয়েছেন তার পুরহিত বাবার কাছে। মেয়েরাও যে কোন বিষয়ে পিছিয়ে নেই, সরস্বতী পুজোর মধ্যে দিয়ে আরো একবার তারই উদাহরণ হয়ে উঠল শর্মিষ্ঠা চ্যাটার্জী। এদিন রীতিমতো নামাবলী গলায় ঝুলিয়ে পুজো করতে দেখা গেল তাকে। পুরোহিতের ভূমিকায় এক ছাত্রীর এগিয়ে আসায়, এমন ভাবনা নিয়ে প্রশংসার সুর স্কুলের শিক্ষক সহ অভিভাবকদের গলাতেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।