Home /News /local-18 /
North 24 Parganas: ফেনসিং গেমে অলিম্পিকে সোনা জিততে চায় ১৩ বছরের অরিঞ্জিতা

North 24 Parganas: ফেনসিং গেমে অলিম্পিকে সোনা জিততে চায় ১৩ বছরের অরিঞ্জিতা

ফেনসিং

ফেনসিং অনুশীলনে মগ্ন অরিঞ্জিতা

আমিও একদিন অলিম্পিকে যাব, দেশের হয়ে সোনা জিতবো, এই কথাগুলো বারাসতের ছোট অরিঞ্জিতা৷ ছোট্ট বেলা থেকে ক্যারাটেতে অংশ নিয়ে জাতীয়, আন্তর্জাতিক স্তরে বহু মেডেল ও সম্মান অর্জন করেছে সে, কিন্তু ক্যারাটে অলিম্পিকে নেই।

  • Share this:

    রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: আমিও একদিন অলিম্পিকে যাব, দেশের হয়ে সোনা জিতবো, এই কথাগুলো বারাসতের ছোট অরিঞ্জিতা৷ ছোট্ট বেলা থেকে ক্যারাটেতে অংশ নিয়ে জাতীয়, আন্তর্জাতিক স্তরে বহু মেডেল ও সম্মান অর্জন করেছে সে, কিন্তু ক্যারাটে অলিম্পিকে নেই। তাই এবার তার লড়াই ফেনসিং গেমে। সেইমত ২০২০ থেকে লড়াই শুরু অরিঞ্জিতা। খেলাটি অনেকেরই অচেনা, তবে বিশ্বব্যাপী এই খেলার এক অন্য মান রয়েছে। দেশে এই খেলায় অংশগ্রহণকারী সংখ্যাটাও কম। সোড নিয়ে খেলা, অন্যমানের পোষাক, যেখানে পোষাকে ও সোডে ইলেকট্রিক সংযোগ থাকে। বিপরীতে থাকা খেলোয়াড়ে বডিতে এই সোড দিয়ে আঘাত করতে হবে। আর তারও একটা নির্দিষ্ট পেশার আছে, তবে নিজের বোর্ডের স্কোর বাড়বে। খুব কষ্টকর খেলা, বিশেষ করে এত কম বয়সে। কিন্তু সবরকম অসাধ্য কে জয় করে অরিঞ্জিতা সহ তার পরিবারের স্বপ্ন অলিম্পিক। এই গেমে প্রশিক্ষণ নেওয়া শুরুতেই সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস গ্রাস করেছিল। শুরুটা হলেও, পিছিয়ে পড়তে হয়েছিল অনেকটাই ১৩ বছরের অরিঞ্জিতাকে। কিন্তু থেমে থাকেনি, এগিয়ে গেছে তার পরিশ্রম ও জেদকে সামনে রেখে। প্রথমে বেঙ্গল এবং তারপর জাতীয় স্তরে। একের পর এক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের স্থানকে উপরে তুলেছে অরিঞ্জিতা। স্কুল এবং পরিবারের সম্পূর্ণ সহযোগিতায় এগিয়ে চলেছে সে৷ স্বপ্ন অলিম্পিকে সোনা জিততে হবে৷ বারাসাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রীঅরিঞ্জিতা। স্কুল কর্তৃপক্ষ অরিঞ্জিতার এই লড়াইয়ে পাশে এসে দাঁড়িয়েছে। তারপড়াশোনার খরচ বিনামূল্যে করে দেওয়া হয়েছে।এখন দিনের ৪-৫ ঘণ্টাফেনসিং অনুশীলন করছেঅরিঞ্জিতা৷ বাবা বেসরকারি সংস্থা কাজ করেন, মা গৃহবধূ। দুজনেই মেয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে মরিয়া। পাঁচ বছর বয়স থেকে ক্যারেটেতে যাওয়া অরিঞ্জিতা এখন ফেনসিংনিয়ে স্বপ্ন। কারণ ক্যারাটেতে এযাবৎ সে অনেক স্বীকৃতি পেয়েছে, তবে এই মুহুর্তে ক্যারাটে মাঝেমধ্যে প্রাক্টিস করা ছাড়া আর নতুন করে কিছু ভাবছে না সে, এখন তার স্বপ্ন ফেনসিংএ ভারতের নাম উজ্জ্বল করা। ১৯৭৪ সালে ভারতে প্রথম ফেনসিং ফাউন্ডেশন তৈরি হয়, এবং এটি ১৯৯৭ সালে ভারত সরকার দ্বারা স্বীকৃতি লাভ করে।

    First published:

    Tags: Barasat, North 24 Parganas

    পরবর্তী খবর