#চাকদহ: নিজের মাথার সম্পূর্ণ চুল কেটে ক্যান্সার আক্রান্তদের জন্য দান করে নজির গড়লেন নদিয়ার চাকদহের গৃহবধূ ঝর্না বিশ্বাস। মাকে চিকিৎসা করানোর জন্য তিনি জান ভেলোরে। সেখানেই ক্যান্সার আক্রান্ত এক রোগীকে দেখে তার এই ইচ্ছে জাগে। তার পরেই তিনি সিদ্ধান্ত নেন ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য তিনি তার মাথার সমস্ত চুল দান করবেন। প্রথমদিকে তার শ্বশুরবাড়ির লোকজন আপত্তি জানালেও তার মায়ের সহযোগিতায় তিনি উৎসাহ পান। মাকে তিনি হারিয়েছেন কিন্তু মায়ের উৎসাহ দেওয়া কাজ তিনি সম্পূর্ণ করেন। তারই মহান উদ্যোগে সম্পূর্ণভাবে পাশে ছিলেন তার স্বামী। তিনি জানান, ক্যান্সার আক্রান্তদের জন্য তিনি মাথার চুল কেটে ফেলে দেওয়ার পর তার স্বামীও তাকে দেখে মাথার সমস্ত চুল কেটে ফেলেন। একটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি নিজের মাথার সমস্ত চুল দান করেন।
তিনি আরও জানান, "ছোটবেলা থেকে বাবাকে দেখেছি রক্ত দান করতে। ঠিক তখনই আমার প্রশ্ন জাগে ক্যান্সার আক্রান্তদের কেমো নেওয়ার পরে অনেকে সুস্থ হলেও অনেকেরই সমস্ত চুল পড়ে যায়। পরচুলা মহার্ঘ হওয়ায় তা অনেকেই কেনার সামর্থ্য রাখেন না।" সেই কারণেই তিনি ওই ওয়েবসাইটের মাধ্যমে ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করেন। স্বামী কর্মসূত্রে থাকেন বিদেশে। চুল দান করার একদিন পরেই তার মা মারা যান। মায়ের উৎসাহ দেওয়া শেষ কাজ করতে পেরে স্বভাবতই খুশি তিনি। তিনি চান তাকে দেখে ভবিষ্যতে অন্য মেয়েরাও এগিয়ে আসুক যাতে সমস্ত ক্যান্সার আক্রান্ত মানুষদেরই একটু উপকার হয়।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia