#নদিয়া: সামনেই সরস্বতী পুজো, ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে স্কুল এবং কলেজ। যার জেরে বিভিন্ন স্কুল এবং কলেজ গুলিতে পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে। এর ফলে খুশি মৃৎশিল্পীরা। এর আগের দুই বছর করোনার প্রকোপের জেরে সেভাবে পুজো হয়নি কোনো জায়গায়। ফলে প্রতিমা বিক্রিতেও ভাটা পড়েছিল। কিন্তু এবার চিত্রটা অন্যরকম। করোনার প্রকোপ কমার ফলে, ছোট ছোট ছেলে মেয়েরা আসছে প্রতিমা কেনার জন্যে। তাই সরস্বতী পুজোর আগে খুশি পুজোর প্রতিমার কারিগর থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Krishnaganj, Nadia, Saraswati Puja 2022