Home /News /local-18 /
Nadia: জোড়া উৎসবে সকাল থেকেই মাতোয়ারা নদিয়াবাসী

Nadia: জোড়া উৎসবে সকাল থেকেই মাতোয়ারা নদিয়াবাসী

অক্ষয়

অক্ষয় তৃতীয়া পুজো উপলক্ষে পূজোর সামগ্রী কিনছেন ক্রেতারা

মঙ্গলবার অক্ষয় তৃতীয়া। সাধারণত পহেলা বৈশাখের মত এই দিনেও দোকানে পুজো করা হয় লক্ষ্মী গণেশের। দু'বছর ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ থাকার পর ধীরে ধীরে ফের চাঙ্গা হচ্ছে বাজার হাট৷

  • Share this:

    নদিয়া: মঙ্গলবার অক্ষয় তৃতীয়া। সাধারণত পহেলা বৈশাখের মত এই দিনেও দোকানে পুজো করা হয় লক্ষ্মী গণেশের। দু'বছর ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ থাকার পর ধীরে ধীরে ফের চাঙ্গা হচ্ছে বাজার হাট৷ অক্ষয় তৃতীয়া উপলক্ষে দোকানে ভিড় দেখা গেল লক্ষ্মী গণেশ সহ অন্যান্য সামগ্রী কেনার জন্য।পয়লা বৈশাখের দিন বেশ কিছু দোকানদার নিজের দোকানে পুজো করেন লক্ষ্মী গণেশের। তবে অক্ষয় তৃতীয়াতেও লক্ষ্মী গণেশের পুজো করে থাকেন বহু ব্যবসায়ীরা। অক্ষয় তৃতীয়ার বেশ কিছুদিন আগে থেকেই দোকানে ভিড় বাড়তে শুরু করে। তবে ভয় একটাই, কালবৈশাখী। কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। যার জন্য ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা৷ এ বছর অক্ষয় তৃতীয়ার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব ইদ৷ জোড়া উৎসবকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। প্রশাসনও তৎপর রয়েছে একই দিনে দুটি উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পর্ণ হয়। ইদ উৎসবের আগেই বিভিন্ন থানায় মসজিদ কমিটিকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন পুলিশ আধিকারিকরা। সব মিলিয়ে সাধারণ মানুষ থেকে প্রশাসন ইদ ও অক্ষয় তৃতীয়ার উৎসব নিয়ে রয়েছেন ব্যস্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪ মে বুধবার নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে ৬ মে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যা পরবর্তী ২৪ ঘন্টায় আরও শক্তি বৃদ্ধি করবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা৷ যার জেরে ৬ ও ৭ মে নাগাদ আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।পাশাপাশি আন্দামান দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে৷

    First published:

    Tags: Nadia

    পরবর্তী খবর