কল্যাণী: ভরসন্ধ্যায় কল্যাণী স্টেশন চত্বরে দুই রেল পুলিশকর্মীকে ছুরি দিয়ে আঘাত করে এক যুবক। তবে সেই যুবককে ধরা যায়নি পালিয়ে যায় সে। এরপর কল্যাণীর আইটিআই মোড়ের কাছে তিনজনকে ছুরি দিয়ে আঘাত করে ওই যুবক। শেষমেষ লোকজন তাকে ধরে ফেলে এবং পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে। সূত্র মারফত জানা যায় ধৃত ওই যুবকের নাম ইয়াকুব বিশ্বাস। জানা যায় তার বাড়ি নাকাশিপাড়া থানার পূর্ব পাড়ায়। স্থানীয়দের সূত্র মারফত জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। কল্যাণী স্টেশন চত্বরে আক্রান্ত হয়ে দুই পুলিশকর্মীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাসপাতালে। পরে আক্রান্ত আরও তিনজনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কল্যাণীর জে এন এম হাসপাতালে। সূত্র মারফত জানা যায় তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। জানা যায় আনুমানিক সন্ধ্যে ছটা নাগাদ অভিযুক্ত ওই যুবককে হঠাৎই ট্রেনের বিপরীত দিক দিয়ে নামতে দেখে রেলপুলিশ কর্মীরা। পুলিশকর্মীরা সেটি দেখে তাকে প্লাটফর্মে উঠতেই জিজ্ঞাসাবাদ শুরু করেন। ওই যুবকের কথাবার্তায় অসঙ্গতি থাকায় সন্দেহ হয় পুলিশের। এরপরই হঠাৎই অভিযুক্ত ওই যুবক একটি ব্যাগ থেকে শনিবার করে পুলিশ কর্মীদের ওপর হামলা করে বলে অভিযোগ। তারপর এই ঘটনার জেরে স্টেশন চত্বরে থাকা লোকজন আতঙ্কে ছুটতে থাকেন। সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক। এর পরেই জানা যায় কল্যাণীর আইটিআই মোড়ের কাছে আরও তিন ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করে ওই যুবক। বর্তমানে ওই যুবককে আটক করে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।