#কৃষ্ণগঞ্জ: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস মন্দিরে। রাজা কৃষ্ণচন্দ্রের স্থাপন করা এই মন্দিরে প্রতিবছর হয় ভীম একাদশীর মেলা, যা চলে শিবরাত্রি পর্যন্ত। বহু দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসেন এখানে পুজো দিতে। এখানে রয়েছে শিবলিঙ্গ ছাড়াও রাম সীতার মূর্তি। সধবা থেকে বিধবা প্রত্যেকেই ভক্তিভরে পুজো দেন। মন্দির লাগোয়া রয়েছে চূর্ণী নদী। সেই চূর্ণী নদী তে পুজো দিতে গেলে অনেকেই স্নান করেন। কিন্তু সমস্যা হচ্ছে সেই নদীর পার বাঁধানো নেই। কাদা-মাটির মধ্যেই অনেক অসুবিধার সাথে স্নান করতে হয় পুণ্যার্থীদের।
ভীম একাদশীর মেলায় রানাঘাটে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এসে পুজো দিলেন।পুজো দেওয়ার পর তিনি আসলেন চূর্ণী নদীর ঘাট পরিদর্শন করতে। এবং সেখানেই তিনি বলেন, "শিবনিবাস এর পবিত্র ভূমিতে চূর্ণী নদী স্নানের ঘাট সম্পূর্ণই কাঁচা, বহু আগেই এটি হওয়া উচিৎ ছিল কারণ এই মেলা বহু বছরের পুরনো। রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগেই সচেতন হওয়া উচিৎ ছিল। কিন্তু এখনো হয়নি। এই ঘাট বাঁধানোর জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ"। স্বাভাবিকভাবেই তার এই প্রতিশ্রুতির ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। তারা জানান, শিবনিবাস মন্দির সংলগ্ন চূর্ণী নদীতে অসংখ্য লোক আসেন স্নান করতে। অনেকেই পুজো দেওয়ার আগে স্নান করেন। কিন্তু বিশেষ করে বর্ষাকালে নদীর পাড় অত্যন্ত পিছল থাকার কারণে স্নান করতে অসুবিধা হয় সাধারণ মানুষের। নদীর পাড় বাঁধানোর পরে স্নান ঘাট তৈরি করলে স্নান করতে সুবিধা হবে সকলের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Krishnaganj, Nadia