#নবদ্বীপ: চৈত্র মাসের সংক্রান্তিতে হয় গাজন উৎসব। এই সময় বিভিন্ন জায়গার শিব মন্দিরগুলিতে ভক্তের ভিড় দেখার মতো। ঠিক তেমনই নদিয়া জেলার নবদ্বীপের অন্তর্গত স্বরুপগঞ্জ গাজন তলায় হংসদেবের মন্দিরে ভক্তের ঢল দেখা যায়৷ কাঠফাটা রোদ, তার ওপর সারি সারি লোকের ভিড়ে উড়ছে চারিদিকে ধুলো। তবুও সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করেই শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছেন গাজন উৎসব দেখার জন্য। প্রায় ৩০ জন সন্ন্যাসী প্রথমে ঢাকের তালে নৃত্য করেন। স্থানীয় মানুষের দাবি, বিগ্রহের থেকে তিনবার ফুল পড়লে শুরু হয় কাটা গাছ নিয়ে মন্দিরের চারপাশে পরিক্রমণ করতে করতে তা নিয়ে খেলা করা।
এরপর শুরু হয় প্রায় তিন তলা বাড়ির উঁচু সমান বাঁশের মাচার উপর থেকে লাফ দেওয়া। যদিও প্রত্যেক সন্ন্যাসী অত উঁচু থেকে লাফ দিতে পারেন না। এবার প্রায় ৩০ জন সন্ন্যাসীদের মধ্যে জনা দশেক সন্ন্যাসীই উঁচু থেকে নীচে লাফ দেন। আর সেই দৃশ্য দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন স্থানীয় বাসিন্দারা। হাড় হিম করা সেই দৃশ্য দেখতে সাধারণ মানুষ থেকে কচিকাঁচারা উঠে পড়েছেন মন্দির সংলগ্ন একাধিক বাড়ির ছাদে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন গাজনতলার হংসদেবের গাজন উৎসব দেখার জন্য। সন্ধ্যের পরে বিগ্রহ তুলে নিয়ে সন্ন্যাসীরা প্রদক্ষিণ করেন নবদ্বীপে। তারপর ভোর রাতে আবারও বিগ্রহ নিয়ে আসেন মন্দিরে। বুধবার নীল ষষ্ঠীর পুজোয় মহিলারা শিবের মাথায় জল ঢালবে৷
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia