মাজদিয়া: আজ দোল পূর্ণিমা বা বলা যেতে পারে বসন্ত উৎসব। আজ মন্দির নগরী নদিয়ায় একাধিক জায়গায় মেতে উঠেছে মানুষ বসন্ত উৎসবের মেজাজে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কাতারে কাতারে ছুটে এসেছে মন্দির নগরীতে বসন্ত উৎসবে মেতে। বসন্ত উৎসবের পাশাপাশি আজ দোল পূর্ণিমার দিন এই নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব হন। সেই উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে রয়েছে একাধিক অনুষ্ঠান কর্মসূচি। যদিও সেখানে রং বা আবির খেলা হয় না। কিন্তু জেলার একাধিক জায়গায় আজ মানুষ মেতেছে নানা রঙে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রত্যেকেই সমস্ত রং কে আপন করে নিয়েছে আজ। ঠিক তেমনই কৃষ্ণগঞ্জের মাজদিয়া উদিতা নৃত্য কলাকেন্দ্রের বসন্ত উৎসব অনুষ্ঠিত হল মাজদিয়া রেল বাজার হাই স্কুলের সাংস্কৃতিক মঞ্চে। এদিনের বসন্ত উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য গত দুই বছর করোনা মহামারির পর সবাই নতুন উৎসাহে বসন্ত উৎসবে সবাই সামিল হয়েছে। এদিন সেই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। প্রসঙ্গত গত দুই বছর করণা মহামারীর কারণে সেভাবে দোল বা বসন্ত উৎসব পালন করা হয়নি। এবারের চিত্রটা একটু অন্যরকম। কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে মন্দির নগরী মায়াপুর ও নবদ্বীপে। প্রায় দু'বছর পর সাধারণ মানুষ দোল উৎসব পালন করতে পেরে খুশি। সমস্ত জাতপাত রাজনৈতিক হিংসা ভুলে প্রত্যেকে প্রত্যেকের গায়ে রং মাখিয়ে পালন করছে আজকের এই বসন্ত উৎসব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।