করোনা অতিমারীতে আচ্ছন্ন গোটা দেশ। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ। সরকার থেকে বিভিন্ন সময়ে জারি করা হয়েছে লকডাউন। সরকারি বিধি নিষেধ মানতে প্রশাসন নিয়েছে বিভিন্ন কড়া পদক্ষেপ। স্কুল-কলেজ অফিস-আদালত সমস্ত কিছু ছিল বন্ধ। ঠিক তেমনি বিনোদনের সমস্ত মাধ্যম লকডাউনের জেরে ছিল বন্ধ। প্রথম ঢেউয়ের পর সিনেমা হল খোলার অনুমতি পেলেও সংক্রমণ বাড়তে থাকায় তা আবার বন্ধ করার নির্দেশ দেয় সরকার। করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছিল বহু প্রাণ। সরকার থেকে আবারও জারি করা হয়েছিল বিভিন্ন বিধি নিষেধ। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ কিছুটা কমলে সরকার থেকে মিলেছে একাধিক ছাড়। জিম, সেলুন, সুইমিংপুল, খোলার নির্দেশ মিললেও অনুমতি মেলেনি সিনেমা হল খোলার। অবশেষে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলল সিনেমা হল। দীর্ঘদিন পর সিনেমা হল খোলায় খুশি হলকর্মী থেকে শুরু করে সিনেমাপ্রেমীরা। করোনা আবহে এতদিন তারা কর্মহীন হয়ে বসে ছিলেন। আর দর্শকরাও বঞ্চিত ছিল বক্স অফিস থেকে। এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সিনেমা হল কর্মীদের করুণ অবস্থার কথা। করোনার জেরে অনেক সিনেমা হল পাকাপাকিভাবে বন্ধ হওয়ার মুখে।
এতদিন পর সিনেমাহলে সিনেমা দেখতে পেয়ে খুশি সাধারণ সিনেমাপ্রেমীরা। তবে দীর্ঘ দিন বাদে বক্স অফিস খুললেও দর্শকসংখ্যা খুবই কম। যদিও দর্শক সংখ্যা বেশী না করার জন্য ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সিনেমাহলের ৫০ শতাংশ দর্শক আসন সংখ্যা নিয়েই হল চালানোর অনুমতি পাওয়া গিয়েছে। তবে মন্দের ভালো সিনেমা হল খোলাতে । হল মালিক থেকে শুরু করে সিনেমাহলের কর্মীদের আশা সিনেমা রিলিজ ও পুজোর সময় দর্শক সংখ্যা বাড়বে। সরকারের এহেন ভূমিকায় খুশি হলের মালিক থেকে শুরু করে সিনেমাহলের কর্মীরাও। তবে ট্রেন চলাচল শুরু হলে দর্শক সংখ্যা আরও বাড়বে বলেই হল কর্মীরা আশা প্রকাশ করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cinema Hall, Nadia