হোম /খবর /নদিয়া /
বন্ধুর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

Nadia: বন্ধুর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

X
ব্লাড [object Object]

জন্মদিনে বন্ধুদের সাথে সেলিব্রেশন না করে সাধারণ মানুষের জন্য রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়ল যুবকেরা

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    নবদ্বীপ: বন্ধুর জন্মদিনে উপহার স্বরূপ আয়োজন করা হল রক্তদান। নদিয়ার নবদ্বীপ এলাকার এক যুবকের জন্মদিন উপলক্ষে তার বন্ধুরা আয়োজন করল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। গ্রীষ্মকালে প্রায় অনেক ব্লাড ব্যাংকেই থাকে রক্তের সংকট। সেই কারণে বন্ধুর জন্মদিনে সবার সাথে আলোচনা করে আয়োজন করা হলো এই শিবির৷ তবে বাড়ির পরিবর্নতে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড ব্যাংকেই আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এমন একটি দিনে এই শিবির আয়োজন হল, ওই দিনই হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা ছিল বেশি। অনেক রোগীর আত্মীয়- স্বজনরা ব্লাড ব্যাংকে এসে রক্তের জন্য খোঁজ করছিলেন। রক্তদান শিবিরের ফলে রোগীর আত্মীয়রা খুব সহজেই প্রয়োজনীয় রক্ত ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করতে পেরেছেন৷ বন্ধুর জন্মদিনে অনেকেই এসেছিলেন রক্তদান শিবিরে রক্ত দিতে৷ জানা যায় এই বন্ধুরাআগেওএকাধিক বার সমাজসেবামূলক কাজ করেছেন৷বিশেষত কোভিড মহামারীর সময় তারা দুস্থ মানুষের পাশে থেকেছে স্বতঃস্ফূর্তভাবে। রক্তদান শিবিরে এক সদস্য জানাযন, \"এই গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট অনেকটাই বেড়েছে। সেই কারণেই রক্তের চাহিদা কিছুটা মেটাতেবন্ধুর জন্মদিন উপলক্ষে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তার একটাই অনুরোধ প্রত্যেকেই এই রক্ত সংকট কাটানোর জন্য এগিয়ে আসুন। যাতে মুমূর্ষ কোনও রোগী রক্তের অভাবে মারা না যান। সেই কারণে তিনি মনে করছেন যেকোন সুস্থ সবল মানুষেরই স্বেচ্ছায় রক্তদান করা খুবই দরকার। তাহলেই মিটবে সরকারি হাসপাতালগুলোতে রক্ত সংকট। প্রসঙ্গত, কিছুদিন আগেই জেলায় অভিযোগ উঠেছিল রক্তের কালোবাজারির। জেলার এক সরকারি হাসপাতালের দুই ব্লাড ব্যাংকের কর্মীর নামে উঠেছিল এই অভিযোগ। সেদিন বহু সেচ্ছাসেবী সংস্থা কালোবাজারিরবিরুদ্ধে সরব হয়েছিল শহরের রাস্তায়।

    First published:

    Tags: Nabadwip, Nadia