মৈনাক দেবনাথ,কৃষ্ণগঞ্জ: বহু ক্লাব ও একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে৷ করোনাকালে রক্তের সংকটে পুলিশকে দেখা গিয়েছে রক্তদান করতে৷ এবার এই মহৎ কাজে এগিয়ে এলেন কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা৷ রক্তদান জীবন দান।রক্তের অভাবে বিশ্বে বহু রোগীর মৃত্যু হয়৷ তাই এই রক্ত সংকটে এগিয়ে আসলেন কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সালের মাধ্যমিক ব্যাচের ছাত্ররা৷ পুনর্মিলন ও রক্তদান শিবিরের আয়োজন করা হল স্কুলের মধ্যেই। অভিজ্ঞ স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকের দ্বারাই সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সমাজের বিভিন্ন স্তরে থাকা ১৯৯৯ ব্যাচের ছাত্ররা প্রায় ২২ বছর পর একসাথে মিলিত হয়ে রিইউনিয়নের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি বাবিন মুখার্জি সহ একাধিক বিশিষ্ট নাগরিকবৃন্দ। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জী জানান, রক্তদান মহান দান, এই রক্তদান শিবিরে সবাইকেই যেতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি এই রক্তদান শিবির বিভিন্ন ক্লাব, থানা ও স্বেচ্ছাসেবী সংস্থারা করে, কিন্তু আমি প্রথম দেখলাম প্রাক্তন ছাত্ররা রিইউনিয়নে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাই, কেননা এই দিনে আপনারা পুনর্মিলনের মাধ্যমে হইহুল্লোড় করে বনভোজন ও গান-বাজনা করতে পারতেন। কিন্তু সেসব না করে তার বদলে আপনারা যা করেছেন সেই চিন্তাভাবনাকে আমি সম্মান জানাচ্ছি।প্রাক্তন ছাত্র রাজীব বিশ্বাস জানান, \" আমরা এই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে পড়ে ১৯৯৯ সালে মাধ্যমিক পাস করেছি। তারপরে আমরা বিভিন্ন কলেজে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছি। আমরা সমাজের বিভিন্ন স্তরে থাকি। দীর্ঘদিন আমাদের সবার যোগাযোগ ছিল না। প্রায় দীর্ঘ ২২ বছর পরে আবার আমরা একসঙ্গে মিলিত হয়েছি। এই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এবং সেই দায়বদ্ধতার জন্যই আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Krishnaganj, Nadia