#নদিয়া: সামনেই খুশির ইদ৷ ওই দিন শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে, শান্তিপুর থানায় জেলার বিভিন্ন মসজিদ কমিটি এবং ইমামদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করলেন জেলা পুলিশ আধিকারিকরা৷ নদিয়া জেলার শান্তিপুর শহরেই রয়েছে মোট ৭৪ টি মসজিদ৷ এর মধ্যে প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন ৩৪ টি মসজিদের ইমাম এবং অন্যান্য মসজিদের মসজিদ কমিটির কর্তারা৷ এছাড়া বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বকেও উপস্থিত থাকতে দেখা যায়৷
ওই বৈঠকে জেলা পুলিশ আধিকারিকরা জানিয়ে দেন, ইদের দিন উচ্চস্বরে মাইক বাজানো যাবে না৷ ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালাতে হবে৷ পাশাপাশি শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে সব রকম সহযোগিতা করতে হবে৷ এতে বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতিরা একমত হয়েছেন। তাঁরা আজ, শুক্রবার, বিভিন্ন মসজিদে ওই এলাকার মানুষদের সচেতন করার জন্য বার্তা দেবেন।ইদের দিন যাতে এলাকায় শান্তি- শৃঙ্খলা বজায় থাকে সেই লক্ষ্যেই এই বার্তা৷
পুলিশের পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়েছে, ইদের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন সব রকম সহযোগিতা করবে। শান্তিপুর থানার ফোন নম্বরে যেকোন সমস্যার জন্য ফোন করলেই পুলিশ গিয়ে সেখানে হাজির হবে। অন্যান্য দিনের তুলনায় ওইদিন বেশি পুলিশ মোতায়েন থাকবে শান্তিপুরে৷ জেলা প্রশাসন সূত্রে খবর, শুধু শান্তিপুরেই নয়, গোটা জেলাতেই বাড়তি পুলিশ কর্মী মোতায়েন করা হবে৷ প্রশাসনের বৈঠকে হাজির ছিলেন সার্কেল ইন্সপেক্টর গৌরীপ্রসন্ন বন্ধু এবং শান্তিপুর থানার ওসি লাল্টু ঘোষ।এছাড়াও ছিলেন অন্যান্য অফিসাররা৷ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে, ইদের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখাটাই এখন নদিয়া পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ৷
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।