শান্তিপুর: আজ বুধবার নীলপুজো। বাঙালির ঘরে ঘরে মায়েরা আজকের দিনে উপোস করেনীল ষষ্ঠীর পুজো দেন। এদিন প্রচুর মানুষ গঙ্গায় এসে স্নান করেন এবংগঙ্গাজল নিয়ে শিবের মাথায় ঢালেন। আর এই শুভ দিনে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল নদিয়ার শান্তিপুরে। নীল পূজা উপলক্ষে পরিবারের সাথে গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেল এক যুবক।ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় গঙ্গার ঘাটে৷ জানা যায় বুধবার শান্তিপুর বড়বাজার এলাকার রথতলা থেকে নীল পুজো উপলক্ষে এক যুবক তার পরিবারের সাথেগঙ্গার ঘাটে স্নান করতে আসেন। এরপরে পরিবার ও ওই যুবক স্নান করতে নামে, স্নান করতে করতেই সৌভিক দত্ত নামে ওই যুবক জলে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা চেঁচামেচি করতেই নৌকা নিয়ে আসেন গঙ্গা মাছ ধরার মাঝিরা, কিন্তু ততক্ষণে ওই যুবক জলে তলিয়ে যায়। পরিবারের উপস্থিতিতেযুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েগোটা পরিবার। যদিও এই ঘটনায় গঙ্গার ঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, ওই যুবক কীভাবে জলে তলিয়ে গেল তা জানার চেষ্টা করছে প্রশাসন। উল্লেখ্য,তিনদিন আগেই পাশের একটি গঙ্গার ঘাটে স্নান করতে নেমেজলে তলিয়ে যায় দুই যুবক। এরপর ৭২ ঘন্টা পরে দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। আবারও নীল পুজোরদিনই আরওএক যুবকের জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটলো। তবে প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে পরিবারের দাবি, শান্তিপুরের যে ক'টি স্নান করার গঙ্গা ঘাট রয়েছে, সেই ঘাটগুলির বর্তমান অবস্থা খুবই খারাপ৷ গঙ্গার স্নান করার ঘাট থেকে নামতেই বড় বড় গর্ত৷ তাদের আবেদন, প্রশাসন এই ঘাটগুলো সংস্কার করলে হয়তো বার বার এই ধরনের দুর্ঘটনা ঘটবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।