Home /News /local-18 /
Nadia: গাছ পড়ে মৃত্যু হল বাইক আরোহীর

Nadia: গাছ পড়ে মৃত্যু হল বাইক আরোহীর

মৃতদেহ

মৃতদেহ ঘিরে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা

গাছ কেটে রাস্তায় উপড়ে ফেলার সময় সরাসরি ওই গাছ রাস্তা দিয়ে যাওয়া এক বাইক আরোহীর মাথায় পড়ে

  • Share this:

    শান্তিপুর: গাছ কাটার সময় গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সগুনা এলাকায়। জানা যায় গাছ কেটে রাস্তার উপড়ে ফেলার সময় সরাসরি ওই গাছ রাস্তা দিয়ে যাওয়া এক বাইক আরোহীর মাথায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। মৃতের নাম খোরশেদ মন্ডল। বাড়ি নবদ্বীপ থানার অন্তর্গত বাহিরচর এলাকায়। ওই ব্যক্তি নিজের মুদিখানা দোকানের বাজার করতে শান্তিপুরে আসছিলেন বলে জানা যায়।

    First published:

    Tags: Nadia

    পরবর্তী খবর