নবদ্বীপ: প্রতিবারের মতো এবারও শুরু হল নবদ্বীপে শ্রীচৈতন্য বইমেলা। সাধারণত নবদ্বীপ পৌরসভার উদ্যোগে আয়োজিত হয় শ্রীচৈতন্য বইমেলা। ২১ তম শ্রীচৈতন্য বইমেলা শুরু হয়েছে ৫ মে শুক্রবার, চলবে আগামী ১২ মে পর্যন্ত। উদ্বোধনের দিন আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের৷ সাত দিন ব্যাপী এই বইমেলার শুরুর দিনে নবদ্বীপ বড়াল ঘাট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, নবদ্বীপ শহর প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা পীরতলা অ্যাথলেটিক ক্লাব ময়দানের বইমেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নবদ্বীপ পৌরসভার একাধিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। নবদ্বীপের যুগপুরুষ' শ্রীচৈতন্যদেবের মূর্তিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় ২১ তম শ্রীচৈতন্য বইমেলা। বইমেলার শুভ সূচনা করেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও পৌরপতি বিমল কৃষ্ণ সাহা। এছাড়াও মঙ্গোল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বইমেলার শুভ সূচনা করেন খ্যাতনামা সাহিত্যিক ও গবেষক ড: পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠান সুসম্পন্ন ভাবে হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যেবেলা থেকেই মুষলধারে শুরু হয় বৃষ্টি। সেই কারণে প্রথমদিন বইমেলা প্রাঙ্গণে আসতে পারেননি বহু বইপ্রেমী মানুষ। বৃহস্পতিবার বিকালের পর থেকেই জেলা জুড়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। তাই বইমেলা প্রাঙ্গনে সেভাবে ভিড় লক্ষ্য করা যায়নি।তবে এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর বই মেলা প্রাঙ্গণের মঞ্চে আয়োজিত হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোটদের নাচ গানের মধ্যে দিয়ে জমে উঠেছিল বইমেলা প্রাঙ্গণ। তবে বইমেলার স্টল গুলি ছিল তুলনামূলকভাবে ফাঁকা। বইমেলার একজন পুস্তক বিক্রেতা জানান, বৃষ্টির কারণে সেভাবে আসতে পারেননি একাধিক বইপ্রেমী মানুষজন। তবে আশা করছিশুক্রবার থেকে বইমেলা প্রাঙ্গণে ভিড় জমাবে বইপ্রেমী মানুষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।