কৌশিক অধিকারীঃ কান্দিঃ গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে ভস্মীভূত হল বাড়ি। মঙ্গলবার রাতে এই ঘটনা মুর্শিদাবাদের কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জেমোবাজার এলাকায়। বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। কিছুক্ষণ পরি বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা নজরে আসে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগানোর পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গ্যাস সিলেন্ডার ফেটে আগুল লাগায়, মুহূর্তে আগুন ছড়িয়ে পরে গোটা বাড়িতে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার আগেই ভষ্মীভূত হয়েছে বাড়ির আসবাব থেকে শুরু করে সবকিছু। ঘটনার খবর পেয়ে বিধায়ক অপূর্ব সরকার ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kandi, Murshidabad