#বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলার সালার থানার, বহড়া গ্রামে আনারুল ইসলামের বাড়ির পাশ থেকে বৃহস্পতিবার সকালে সাতটি তাজা বোমা উদ্ধার করল সালার থানার পুলিশ। কাগ্রামের পঞ্চায়েত সদস্যর স্বামীকে, মীর হাবিবুর রহনান ওরফে টগরকে ধারালো অস্ত্র ও বোমা মেরে খুনের ঘটনায়, মূল অভিযুক্ত আনারুল ইসলামকে বুধবার গ্রেফতার করে সালার থানার পুলিশ। বুধবার তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হয় ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে । কান্দি আদালতের বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আনারুল ইসলামকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরার মুখে খুনের ঘটনা স্বীকার করার পাশাপাশি, তার বাড়ির পাশে বোমা মজুতের কথা স্বীকার করে আনারুল ইসলাম। বৃহস্পতিবার আনারুলকে সঙ্গে নিয়ে সালার থানার ওসি ইন্দ্রনীল মোহান্ত বহড়া গ্রামে পৌছায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে। ধৃতের বাড়ির কাছে ঝোপের মধ্যে থেকে বোমাগুলি উদ্ধার হয়। বৃহস্পতিবার দুপুরে বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড প্রতিনিধি দল ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, Salar