Home /News /local-18 /
Murshidabad News- মুর্শিদাবাদের বানী সংঘ ক্লাবের সরস্বতী পুজোর এই বছরের থিম শিবালয়

Murshidabad News- মুর্শিদাবাদের বানী সংঘ ক্লাবের সরস্বতী পুজোর এই বছরের থিম শিবালয়

সরস্বতী [object Object]

দিন রাত এক করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ

  • Share this:

    #মুর্শিদাবাদঃ বর্তমানে কোভিড ও ওমিক্রণ সংক্রমণ উর্ধ্বমুখী, তবে সরস্বতী পুজো কি থেমে থাকে। বাঙালির অন্যতম উৎসব এই সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই ভালোবাসার একটি দিন। তবে এই সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছর বিভিন্ন থিম উপহার দিয়ে থাকে মুর্শিদাবাদ জেলার বানী সংঘ ক্লাব। তবে এই বছর ব্যাতিক্রম। প্রতি বছর যেখানে চার থেকে পাঁচ লক্ষ টাকার বাজেট করা হত, সেখানে এই বছর নিজেরা ফুটিয়ে তুলছেন মন্ডপ সজ্জা। নাম দেওয়া হয়েছে শিবালয়। তবে এবছর এক মহিলা চিত্র শিল্পী, শিল্পা অধিকারী, সে নিজেই ফুটিয়ে তুলছে এই থিম। মাটির সরার উপর শিবের বিভিন্ন রুপ সহ মন্ডপ সজ্জার একাধিক চিত্র অঙ্কন ফুটিয়ে তোলা হচ্ছে। দিন রাত এক করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। তবে শিল্পা অধিকারী কোনো পেশাদার শিল্পী না হলেও এই প্রথম সে কোনো থিম ফুটিয়ে তুলছেন।

    First published:

    Tags: Berhampore, Kandi, Murshidabad, Saraswati Puja 2022

    পরবর্তী খবর