Home /News /local-18 /
Murshidabad News- কোভিড ভুলে সরস্বতী পুজোয় মেতে উঠেছে ছাত্র ও ছাত্রীরা

Murshidabad News- কোভিড ভুলে সরস্বতী পুজোয় মেতে উঠেছে ছাত্র ও ছাত্রীরা

কোভিড [object Object]

বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বাগদেবীর আরাধনা 

 • Share this:

  #বহরমপুরঃ কোভিড ও ওমিক্রণ সংক্রমণের জেরে বন্ধ ছিল স্কুল ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার থেকে খুলেছে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার স্কুলে দুই বছর পর সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠলেন ছাত্র ও ছাত্রীরা। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর সহ বিভিন্ন মহকুমা এলাকায়, বিভিন্ন স্কুল ও কলেজে সকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। ছাত্র ও ছাত্রীরা কোভিড মহামারি ভুলে পুষ্পাঞ্জলি দিল। তবে প্রার্থনা, এবার যেন কোভিড বিদায় হয়।

  Published by:Samarpita Banerjee
  First published:

  Tags: Berhampore, Murshidabad, Saraswati Puja 2022

  পরবর্তী খবর