কান্দিঃ পিছিয়ে থাকা জেলার তালিকায় মুর্শিদাবাদের নাম থাকলেও ক্রীড়া তালিকায় এই জেলার নাম রয়েছে ওপরের দিকেই। আর খেলায় জেলার নাম উজ্জ্বল করেছে কান্দির ছেলে মেয়েরা। বর্তমানে গ্রাম বাংলায় হারিয়ে যাচ্ছে খো খো খেলা। তবে এবার খো খো খেলতে মুর্শিদাবাদ থেকে রওনা দিচ্ছেন রাজ্য স্তরের খেলতে তমলুক। উল্লেখ্য, ইতিমধ্যেই তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ ও ক্যারাটে প্রতিযোগিতায় পদক এনেছে কান্দির মেয়েরা। সেই ধারা বজায় রেখে এবারও খেলার মান বৃদ্ধিতে এক ধাপ এগিয়ে এল কান্দি শহর। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের দুটি খো-খো ক্লাব এবং জেলার নানান প্রান্তের 'অনূর্ধ্ব চৌদ্দ' খো খো খেলোয়াড়দের নিয়ে একটি ক্যাম্প করা হয়েছে কান্দি মোহনবাগান মাঠে। সিলেকশন ম্যাচে বিজেতাদের এই ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফাইনাল সিলেকশন ম্যাচে জয়ী খেলোয়াড়রা আগামী ২৯শে এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তমলুকে আয়োজিত খো-খো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইন্টার ডিস্ট্রিক্ট ম্যাচে জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে জয়ী খেলোয়াড়রা। যোগদানকারী খেলোয়াড়দের পুরুষ ও মহিলা দুটি দলে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ১২ জন সদস্য । পেশায় সিভিক পুলিশ ভল্যান্টিয়ার্স হলেও প্রশিক্ষক রত্নাকর দাস অতি অল্প সময়ের মধ্যেই খেলোয়াড়দের প্রশিক্ষিত করছেন। ক্ষুদে খেলোয়াড়রাও অত্যন্ত উৎসাহ ও অনন্দের সাথে প্রত্যয়ী মনোভাব নিয়ে জয়ের জন্য রীতিমতো পরিশ্রম করছে। খো খো খেলোয়াড়রা জানালো এই সিলেকশন ম্যাচের মধ্যে দিয়ে আন্তঃজেলা খো-খো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে তারা খুশি। প্রত্যয়ের সাথে অনূর্ধ্ব চৌদ্দ দলের প্রতিনিধিরা আরও জানালো, জয় আসবেই।
প্রতিবেদনঃ কৌশিক অধিকারী ।মুর্শিদাবাদ
KOUSHIK ADHIKARY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kandi, Murshidabad, Tamluk