হোম /খবর /মুর্শিদাবাদ /
হাতের জটিল অপারেশন করে নজির কান্দি মহকুমা হাসপাতালের

Murshidabad: হাতের জটিল অপারেশন করে নজির কান্দি মহকুমা হাসপাতালের

X
কান্দি [object Object]

বর্তমানে যখন সাধারণ মানুষ সামান্য অসুস্থতাতেই চিকিৎসার জন্য পাড়ি দেন দক্ষিণের কোনো রাজ্যে। কিংবা কলকাতার কোনো বেসরকারি হাসপাতালে। তখন মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে জটিল অপারেশন করে নজির গড়লেন চিকিৎসক সলিল মন্ডল।

  • Share this:

    কান্দিঃ বর্তমানে যখন সাধারণ মানুষ সামান্য অসুস্থতাতেই চিকিৎসার জন্য পাড়ি দেন দক্ষিণের কোনো রাজ্যে। কিংবা কলকাতার কোনো বেসরকারি হাসপাতালে। তখন মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে জটিল অপারেশন করে নজির গড়লেন চিকিৎসক সলিল মন্ডল। এ এক ব্যতিক্রমী ঘটনা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্বাস্থ্য সাথী প্রকল্প রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কিছু পরিবর্তন আনলেও, সরকারী হাসপাতালের কিছু শ্রেণীর চিকিৎসক কিংবা স্বাস্থ্য কর্মীদের নিয়ে অভিযোগের অন্ত থাকেনা মানুষের। সেখানে চিকিৎসক সলিল মন্ডল সাধারণ পরিকাঠামোর মধ্যেই অসাধারণ চিকিৎসা পরিষেবা দিয়ে স্বাস্থ্য দপ্তরের ওপর মানুষের নির্ভরতা ফিরিয়ে আনলেন। জানা গিয়েছে, কান্দির গোবিন্দপুরের বাসিন্দা আব্দুল মন্ডল পোষা পায়রা নিয়ে প্রতিবেশী বরুণ মন্ডলের সাথে ঝামেলায় জড়িয়ে পড়লে বরুণ মন্ডলের পরিবার হামলা চালায় আব্দুল মন্ডলের ওপর। ঘটনায় হাতের হাড় ভেঙে যায় আব্দুল মন্ডলের। চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালের অস্থিবিশেষজ্ঞ চিকিৎসক সলিল মন্ডলের কাছে গেলে তিনি দ্রুততার সাথে আব্দুল মন্ডলের হাতের জটিল অস্ত্রোপচার করে সুস্থ করে তোলেন তাঁকে।সাধারণত কলকাতার বড়ো কোনো হাসপাতাল কিংবা জেলার সুপার স্পেশালিটি হাসপাতালে এই অপারেশন করা হয়ে থাকে। এই প্রথম মহকুমা হাসপাতালে বিনাব্যয়ে এই অপারেশন করে নজির সৃষ্টি করা হল। ফলে খুশি রোগীর পরিবারের সদস্যরা। কান্দি মহকুমা হাসপাতালে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় ব্লক ও ওয়ারিং এর মাধ্যমে অপারেশন করা হয়। হাসপাতালের সুপার ডাঃ প্রণব কুমার মজুমদার জানান, এই প্রথম কান্দি মহকুমা হাসপাতালে এই অপারেশন করা হয়েছে। আগামী দিনে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। সমস্ত বিভাগেই অপারেশন শুরু করা হয়েছে। আজ অর্থোপেডিক অপারেশন করা হল। কান্দি মহকুমা হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক ডাঃ সলিল মন্ডল জানান, এই প্রথম জেলার বুকে কান্দি মহকুমা হাসপাতালে এই অপারেশন করা হল। ব্লক দিয়ে ও ওয়ারিং করে এই ফিক্সড অপারেশন করা হল। যা এক নজির হয়ে থাকল। মূলত এই অপারেশন, বেসরকারি নার্সিংহোম বা সুপার স্পেশালিটি হাসপাতালে করা হয়ে থাকে। এই প্রথম কোনো পৌর এলাকায় মহকুমা হাসপাতালে এই অপারেশন করা হল। আগামী দিনে যাতে রোগীদের আরও উন্নত পরিষেবা দেওয়া যায় তা নজর রাখা হবে।প্রতিবেদনঃ কৌশিক অধিকারী । কান্দি KOUSHIK ADHIKARY. KANDI

    First published:

    Tags: Kandi, Murshidabad