#বহরমপুরঃ আবহাওয়া দফতরের পুর্বাভাস ছিলই, আর সেই অনুযায়ী অবশেষে শুক্রবার বিকেলে এল ঝড় বৃষ্টি। হাঁফ ছেড়ে বাঁচলো মুর্শিদাবাদ (Murshidabad News)। তীব্র তাপপ্রবাহে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ। বৈশাখ মাসের মাঝামাঝি হয়ে গেলেও তাপপ্রবাহের রক্তচক্ষুতে ত্রাহিমাম মধুসূদন জপছিলেন সাধারণ মানুষ। অবশেষে আজকের শিলাবৃষ্টিতে সাময়িক রেহাই পেল মুর্শিদাবাদ জেলা। শুক্রবার বিকেল থেকেই মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর সহ খড়গ্রাম, কান্দি, ডোমকল, লালবাগের বিস্তীর্ণ এলাকায় ঝড় সহ শিলাবৃষ্টি শুরু হয়। বিকেল ৫টা বাজতেই কালো হয়ে আসে জেলার আকাশ। আজকের ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া দফতরের পুর্বাভাস ছিল আগে থেকেই। সেই অনুযায়ী এই শিলাবৃষ্টি হতেই খুশি মুর্শিদাবাদ জেলাবাসী।
অন্যদিকে, আশার কথা শুনিয়েছে হাওয়া অফিসও(Murshidabad News)। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪ মে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি ৫ মে পরিণত হবে নিম্নচাপে। সেই নিম্নচাপ অতিভারী নিম্নচাপেও পরিণত হতে পারে।
এদিন ঝড় ও শিলাবৃষ্টির আগে, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের নিয়ে একটি বৈঠক করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এই বৈঠক করা হল খড়গ্রাম ব্লকে(Murshidabad News)। বজ্রপাতে যেন কারো মৃত্যু না হয়, তার জন্য বৃষ্টিপাতের আগেই মাইকিং করে প্রচার চালানো হয়।
জেলাবাসী অনন্ত রায় জানান, 'তীব্র দাবদহে নাজেহাল সবাই। একটু বৃষ্টির অপেক্ষায় ছিলাম। শুক্রবার বিকালে শিলাবৃষ্টি হতেই খুশি। স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। তবে আরও বেশি বৃষ্টি হলে বেশি খুশি হতাম।'
তবে এই শিলাবৃষ্টির ফলে, মুর্শিদাবাদ জেলায় তরমুজ চাষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে কৃষকরা। শুক্রবার বিকেলে খড়গ্রামে বৃষ্টির জেরে খড়গ্রাম ব্লকের নগরে রাস্তায় ভেঙে পড়ে গাছ। গাছ ভেঙে পড়তেই উদ্ধার কাজে হাত লাগালেন পুলিশ প্রশাসন ।
Koushik Adhikaryনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampore, Kandi, Murshidabad, Rainfall, Weather