বহরমপুরঃ বর্তমানে মুর্শিদাবাদ (Murshidabad) জেলাতে কোভিড (Covid-19) ও ওমিক্রণ সংক্রমন উর্ধ্বমুখী । সংক্রমণ উর্ধ্বমুখী হলেও জেলা জুড়ে চলছে জোর কদমে কোভিড (Covid-19) ভ্যাকসিন টিকা করণ দেওয়ার কাজ। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভরতপুর এক নম্বর ব্লকে, কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিন দেওয়া হবে। মোট ২৩৫০জনকে কোভিশিল্ড (Covishield) ও কোভ্যাক্সিন (Covaxin) টিকা দেওয়া হবে ৫২৫ জনকে। শুক্রবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ভরতপুর এক নং ব্লকের কোথায় কত কোভিড ভ্যাকসিন দেওয়া হবে দেখে নিন একনজরে।
ভরতপুর এক নম্বর ব্লকের অধীনে, আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের, মাসলা প্রাথমিক বিদ্যালয়ে, কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে ২০০ জনকে। কোভ্যাক্সিন দেওয়া হবে ১০ জনকে। চুঁয়াতোর প্রাথমিক বিদ্যালয়ে, কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে ২৫০ জনকে। কোভ্যাক্সিন দেওয়া হবে ৩০ জনকে। মদনপুর প্রাথমিক বিদ্যালয়ে, কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে ২০০ জনকে। এখানে কোভিশিল্ড দেওয়া হবে না। তালগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে, গয়সাবাদ প্রাথমিক বিদ্যালয়ে, কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে ৩০০ জনকে। ভরতপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে, ভরতপুর গোস্বামী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে, কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে ৩৫০ জনকে। কোভ্যাক্সিন দেওয়া হবে ৫০ জনকে।
ভরতপুর মন্ডপ তলা কোভিশিল্ড ভ্যাকসিন ৩০০জনকে দেওয়া হবে।ভরতপুর ব্লকের অন্তর্গত, জজান গ্রাম পঞ্চায়েতের অধীনে, জজান কেনারাম উচ্চ বিদ্যালয়ে, কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে ৫০০ জনকে। গড্ডা গ্রাম পঞ্চায়েতের, গড্ডা গনপতি আদর্শ বিদ্যাপীঠে, ৬৫জনকে কোভ্যাক্সিন ভ্যাকসিন টিকা করন দেওয়া হবে।ভরতপুর ব্লকের অন্তর্গত, সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে, সিজগ্রাম এইচ এমটি উচ্চ বিদ্যালয়ে, ৩৭০জনকে কোভ্যাক্সিন টিকাকরণ দেওয়া হবে। সাহাপুর হাইস্কুলে, ২৫০জনকে কোভিশিল্ড ভ্যাকসিন টিকা করন দেওয়া হবে।
শুক্রবার দিনভর, মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই কোভিড টিকা করন দেওয়া হবে, বলে জানানো হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। গত চব্বিশ ঘণ্টায় একদিনে মুর্শিদাবাদ জেলার কোভিড আক্রান্ত সংখ্যা ২৫১জন, সুস্থতার হার ২৭১জন। জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampore, Murshidabad