মালদহ: গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক। রাজ্য সড়কের উপর দিয়ে তখন দ্রুত গতিতে ছুটছে চার চাকার গাড়িটি। চালক ঘুমিয়ে পড়তেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে গাড়িটি। বড়োসড়ো দুর্ঘটনার কবলে থেকে রক্ষা পেলেও ইলেকট্রিক পোলে সাথে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন চালক সহ তিনজন। বুধবার ভোর নাগাদ মালদহের মানিকচক থানার কালিন্দী এলাকায় মালদা মানিকচক রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, ইংরেজবাজারের পিরানাপির থেকে মেলা দেখে বাড়ি ফিরছিলেন এদিন ভোরে। ইদ উপলক্ষে মেলা ও জালসা অনুষ্ঠিত হয়। জালসা দেখে ভোর নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের বাড়ি চাঁচল এলাকায়। তাদের গাড়িতে চালক সহ মোট পাঁচ জন ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় জখম হয়েছেন, সেজাউল মমিন (১৯),শামীম অন্সারি (২৮)ও হাশেম রাজা (২৭)। তাদের প্রত্যেকেরই বাড়ি মালদহের চাঁচল থানার কাশিমপুর এলাকায়। গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লেও বাকি দুই আরোহী সুস্থ রয়েছেন।পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে নিজেদের গাড়ি নিয়ে পাঁচ জন মিলে এসেছিলেন ইদের মেলা দেখতে। প্রতিবছর পিরানাপিরে এই মেলা অনুষ্ঠিত হয়। রাতভর মেলা ও জলসা দেখে ভোররাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। রাতভর মেলায় ঘোরাঘুরি করায় গাড়ির চালক ক্লান্ত হয়ে পড়েছিলেন। ক্লান্ত থাকায় গাড়ি চালানোর সময় ঘুম পেয়ে যায়। তারই জেরে পথ দুর্ঘটনার কবলে পরে এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। তবে কি কারণে দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। আহতদের এক আত্মীয় মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, চাঁচলের কাশিমপুর থেকে পিরানাপিরে মেলা দেখতে এসেছিল পাঁচজন। রাতভর তারা মেলা দেখেছে। তারপর গাড়িতে করে বাড়ি ফিরছিল। হয়তো গাড়িচালক ঘুমিয়ে পড়েছিল বা অন্যমনস্ক হয়ে পড়েছিল। তারই জেরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। গাড়িতে থাকা পাঁচ জনের মধ্যে তিনজন আহত হয়। বর্তমানে তাদেরকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন সুস্থ রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, North Bengal