হোম /খবর /মালদহ /
ইলেকট্রিক কাজের জন্য বাতিল একাধিক প্যাসেঞ্জার ট্রেন

Malda: ইলেকট্রিক কাজের জন্য বাতিল একাধিক প্যাসেঞ্জার ট্রেন

মালদা কোর্ট স্টেশন

মালদা কোর্ট স্টেশন

পূর্ব রেলের কাটিহার ডিভিশনের বেশ কিছু এলাকায় রেল লাইনের ওভারহেড ইলেক্ট্রিকের কাজ শুরু হয়েছে। কিছু এলাকায় ওভারহেড ইলেকট্রিক কাজের সংস্কার করা হচ্ছে রেলের পক্ষ থেকে।

  • Share this:

    মালদহ: পূর্ব রেলের কাটিহার ডিভিশনের বেশ কিছু এলাকায় রেল লাইনের ওভারহেড ইলেক্ট্রিকের কাজ শুরু হয়েছে। কিছু এলাকায় ওভারহেড ইলেকট্রিক কাজের সংস্কার করা হচ্ছে রেলের পক্ষ থেকে। তারই জেরে মালদহ ও কাঠিয়ার ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। (১৫৭০৯)মালদা টাউন- নিউ জলপাইগুড়ি স্টেশন ও (১৫৭১০) নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেস বাতিল করা হয়েছে। (০৭৫১৯) মালদা কোর্ট স্টেশন- শিলিগুড়ি জংশন, (০৭৫২০) শিলিগুড়ি জংশন- মালদা কোর্ট স্টেশন ডেমু বাতিল করা হয়েছে। এছাড়াও কাটিহার ডিভিশনের আরো দুইজোড়া ট্রেন বাতিল এ তালিকায় রয়েছে। আগামী পয়লা মে পর্যন্ত ট্রেন গুলি বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। মালদা কোর্ট স্টেশন থেকে শিলিগুড়ি গামী ডেমু ট্রেনটি বাতিল থাকায় সমস্যায় পড়েছেন মালদহ জেলার বিভিন্ন প্রান্তে প্রায় ছয় শতাধিক ডেলি প্যাসেঞ্জার। উত্তর মালদার বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি কর্মীরা এ ট্রেনের ওপর নির্ভরশীল। প্রতিদিন কোর্ট স্টেশন থেকে ৮.৪৫ মিনিটে ট্রেন ছাড়ে। এই সময় এই সমস্ত অফিস যাত্রীরা ট্রেনটিতে করে সামসী, একলাখী, ভালুকা, হরিশ্চন্দ্রপুর সহ অন্যান্য স্টেশন পর্যন্ত যাতায়াত করেন। ডেলি প্যাসেঞ্জার দের একাংশের অভিযোগ, গত একমাস ধরে মাঝেমধ্যেই এটেল এর পক্ষ থেকে ডেমু ট্রেন বাতিল করা হচ্ছে। কখনো ট্রেন ছাড়ার আগের মুহূর্তে বাতিল ঘোষণা করা হচ্ছে আবার কখনো একদিন আগে বিজ্ঞপ্তি জারি করে বাতিলের তালিকা প্রকাশ করছে রেল।

    এতে চরম সমস্যায় পড়ছেন রেলযাত্রীদের একাংশ। অনেকেই স্টেশনে এসে ফিরে যাচ্ছেন। রেল সূত্রে জানা গিয়েছে, ডেমু ট্রেন সহ অন্যান্য দিনের ট্রেন গুলি বাতিল দেখার মূল কারণ লাইনের ওপর ইলেকট্রিক ওভারহেড এর কাজের সংস্কার। যেহেতু এ ট্রেন গুলি দিনের বেলায় চলাচল করে তাই কাজের অসুবিধা হতে পারে। টাইটেল এর পক্ষ থেকে বাতিল করা হয়েছে। তবে রেলযাত্রীদের ক্ষোভ, মাঝেমধ্যে কারণ ছাড়াই ট্রেনটিকে বাতিল করা হচ্ছে। ডেলি প্যাসেঞ্জার সুমন সাহা বলেন, হঠাৎ করেই রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে ট্রেন বাতিল। অফিস টাইমে আর অন্য কোনো ট্রেন নেই। বাধ্য হয়ে আমাদের ভোরবেলা কোন দূরপাল্লার ট্রেন ধরতে হয়। ট্রেনটি যাতে নিয়মিত চলাচল করে তারই দাবি জানাচ্ছি আমরা। ট্রেনটির পরিষেবা নিয়মিত চালু রাখতে মালদা ডিসটিক রেলওয়ে ডেইলি প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেলের কাছে ডেপুটেশন দেয়ার প্রস্তুতি শুরু করেছে। মালদহের ডেলি প্যাসেঞ্জার সংগঠন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন মালদা জেলার বিভিন্ন প্রান্তে প্রায় ছয় শতাধিক মানুষ ডেলি প্যাসেঞ্জার করেন ট্রেনে। সংগঠনের নাম নথিভুক্ত রয়েছে প্রায় ৪০০ জনের। মালদা ডিসটিক রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পুরুষোত্তম রাজক বলেন, কোন কারন ছাড়াই ট্রেনটি বাতিল করছে রেল। গত একমাস ধরে হঠাৎ হঠাৎ করে বাতিলের বিজ্ঞপ্তি জারি করছে। এতে আমাদের ডেলি প্যাসেঞ্জারদের সমস্যায় পড়তে হচ্ছে। ট্রেনটি যাতে নিয়মিত চলাচল করেছে দাবি আপনার সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি। আগামী কিছুদিনের মধ্যেই আমরা সংগঠনের পক্ষ থেকে ট্রেনটি নিয়মিত চালু রাখার জন্য মালদহ ও কাটিহার ডিভিশনে ডেপুটেশন দিব।

    First published:

    Tags: Indian Railway, Malda, North Bengal