মালদহ: এ যেন রূপকথার গল্পের মত। চাঁদমামা নিজে এসে উপহার তুলে দিলেন। কপালে টিপ নয়, চাঁদমামা স্বয়ং এসে জমি উপহার দিয়ে গেলেন এক বছরের ছোট্ট তৃষিকাকে। মামার এমন উপহারে খুশি পরিবারের সকলেই।মালদহের কালিয়াচকের রামনগর গ্রামের বাসিন্দা অমিয় মণ্ডল। তাঁর একমাত্র ভাগ্নি তৃষিকা মন্ডল। সোমবার ছিল ভাগ্নির প্রথমজন্মদিন। ভাগ্নির প্রথম জন্মদিনে নামিদামি উপহার না দিয়ে একটু অন্যরকম কিছু দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন অমিয়বাবু। ভাবতে ভাবতেই ঠিক করেন ভাগ্নির জন্মদিনে চাঁদে মাটি কিনে উপহার দিবেন। এর আগেও অনেকেই চাঁদে মাটি কিনেছেন। কেউ প্রিয় জনকে উপহার দিয়েছেন, আবার কেউ নিজের নামে রেজিষ্ট্রেশন করে রেখেছেন। অমিয়বাবু ভাগ্নির নামে চাঁদে জমি কিনে রেজিস্ট্রেশন করিয়েছেন। একটি বিদেশী সংস্থার মাধ্যমে চাঁদে জমি কিনেছেন। কড়েকড়ে ৬৭ মার্কিন ডলার খরচ করে সেই জমি কিনেছেন তিনি। নিউইয়র্কের একটি সংস্থা যারা চাঁদে জমি বিক্রি করছে বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন। এরপরে সেই সংস্থার মাধ্যমে যোগাযোগ করে সমস্ত নথি পত্র দিয়ে ভাগ্নির জন্য জমি কিনে উপহার দিলেন। সোমবার রাতে জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল। আত্মীয়-স্বজন সকলেই এসেছিলেন এই জন্মদিনের অনুষ্ঠানে। ভাগ্নির প্রথম জন্মদিনের বেশ বড় করে আয়োজন করেছিলেন অমিয় বাবু। অতিথিরা সকলেই ছোট্ট তৃষিকাকে নানা উপহার তুলে দিয়েছে। তবে সব থেকে আকর্ষণীয় উপহার ছিল মামার কাছে। এদিন সকলের সামনে জন্মদিনের অনুষ্ঠানে, কেনা চাঁদের জমির কাগজপত্র তুলে দেয় ভাগ্নির হাতে। এমন উপহারে হতবাক হয়ে ছিলনা সকলেই। খুশি পরিবারের লোকেরা। তৃষিকা মন্ডলের মা সুচেতা মণ্ডল বলেন, তিনি ভাবতে পারেননি তার দাদা এই ধরনের উপহার দিবে। ছোটবেলায় অনেক গল্প শুনেছে আয় আয় চাঁদ মামা কপালে টিপ দিয়ে যা। তার দাদা তার ভাগ্নিকে চাঁদে জমি কিনে উপহার দেবে তার কাছে এটি স্বপ্ন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, North Bengal