হোম /খবর /মালদহ /
চালু হলো মালদহ-মুম্বই সামার স্পেশাল, খুশি জেলার রেল যাত্রীরা

Malda News- মালদহর সঙ্গে এবার সরাসরি রেল যোগাযোগ স্থাপন বাণিজ্য নগরী মুম্বইয়ের

X
মালদহ-মুম্বাই [object Object]

কেন্দ্রীয় রেলের পক্ষ থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে মালদহ টাউন পর্যন্ত একটি সামার স্পেশাল ট্রেন চালু করা হলো

  • Share this:

#মালদহ- এবার মালদহের সাথে বাণিজ্য নগরী মুম্বইয়ের সরাসরি রেল যোগাযোগ স্থাপন করল ভারতীয় রেল। দেশের একাধিক বড় বড় শহরের সাথে মালদহ টাউন স্টেশনের সরাসরি রেল যোগাযোগ আছে। তবে এতদিন পর্যন্ত দেশের বাণিজ্য নগরী থেকে মালদহ টাউন স্টেশনে সরাসরি কোন ট্রেন চলাচল করত না। কেন্দ্রীয় রেলের পক্ষ থেকে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে মালদহ টাউন পর্যন্ত একটি সামার স্পেশাল ট্রেন চালু করা হলো। বুধবার মালদহ টাউন স্টেশন থেকে দুপুর ১২.২০ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি। এদিন নতুন ট্রেনটির যাত্রাপথের সূচনা করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদহ সাংসদ খগেন মুর্মু সহ মালদহ রেল ডিভিশনের একাধিক কর্তা আধিকারিকেরা।

ট্রেনটির যাত্রাপথ সূচনা উপলক্ষে মালদহ রেল ডিভিশনের পক্ষ থেকে মালদহ টাউন স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির যাত্রা পথের সূচনা করেন উপস্থিত অতিথিরা। এই সামার স্পেশাল ট্রেনটি চালু হওয়ায় খুশি জেলাবাসী।

মালদহ রেল সূত্রে জানা গিয়েছে, ০১০৩৩১ মালদহ টাউন- ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনার্স ও ০১০৩৩ ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস- মালদহ টাউন স্টেশন, এই একজোড়া ট্রেন সপ্তাহে একদিন করে চলাচল করবে। রেলের পক্ষ থেকে সামার স্পেশাল ট্রেন হিসেবে ৩৬ সপ্তাহ চালানো হবে এই ট্রেনটি। প্রতি বুধবার মালদহ টাউন স্টেশন থেকে দুপুর ১২.২০ মিনিটে ট্রেনটি ছাড়বে। সাপ্তাহিক হলেও মালদহ টাউন স্টেশন থেকে মুম্বই পর্যন্ত ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা। এতদিন গৌড়বঙ্গের তিন জেলার যাত্রীদের মুম্বইয়ের ট্রেন ধরার জন্য কলকাতা বা শিলিগুড়ি যেতে হতো। এখন মালদহ থেকেই সরাসরি রেল যোগাযোগ স্থাপন হয়ে অনেকটাই সুবিধা হবে গৌড় বঙ্গের যাত্রীদের।

মালদহ টাউন স্টেশন সূত্রে জানা গিয়েছে, স্পেশাল ট্রেনটিতে মোট ২২ টি কামরা রয়েছে। এসি ২- একটি, এসি৩- ৫ টি , স্লিপার- ১০ টি ও সাধারণ - ৫ টি কামরা রয়েছে। প্রথম দিন মালদহ টাউন স্টেশন থেকেই ৯০ শতাংশ টিকিট বুকিং হয়ে যায় এমনটাই দাবি মালদহ টাউন রেল স্টেশনের কর্তাদের। বর্তমানের ট্রেনটি সামার স্পেশাল ট্রেন হিসাবে চালানো হলেও আগামীতে ট্রেনটি নিয়মিত চালানোর পরিকল্পনা রয়েছে রেলের, এমনটাই দাবি সাংসদ খগেন মুর্মুর।

Published by:Samarpita Banerjee
First published:

Tags: Malda, Mumbai, Train