হোম /খবর /মালদহ /
২০১ টি কলস নিয়ে হনুমান জয়ন্তীতে শোভাযাত্রা মহিলাদের

Malda: ২০১ টি কলস নিয়ে হনুমান জয়ন্তীতে শোভাযাত্রা মহিলাদের

X
কলস [object Object]

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল মালদা শহরের হনুমান জয়ন্তী উৎসব। এবছর হনুমান জয়ন্তী সূচনালগ্নে ২০১ টি কলস নিয়ে মহিলারা নদীর ঘাট থেকে জল নিয়ে আসে।

  • Share this:

    মালদহ: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল মালদা শহরের হনুমান জয়ন্তী উৎসব। এবছর হনুমান জয়ন্তী সূচনালগ্নে ২০১ টি কলস নিয়ে মহিলারা নদীর ঘাট থেকে জল নিয়ে আসে। মালদা শহরের রাস্তায় বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মহিলারা ঘটে জল ভরতে যান। মহিলারা ছাড়াও এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পুরুষরাও। ঢাক ঢোল ও হনুমানজির ছবি নিয়ে শোভা যাত্রায় পা মেলান বহু ভক্ত। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা মালদা শহর পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণে শেষ হয়। করোনা প্রভাবে দু'বছর হনুমান জয়ন্তী আনুষ্ঠানিকভাবে পালিত হয়নি মালদা শহরের বালুরচর হনুমান মন্দিরে। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক তাই মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে মহা ধুমধাম করে হনুমান জয়ন্তী শুরু করা হয়। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর প্রথম দিন। ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর মহাবীর মন্দির পক্ষ থেকে শুক্রবার সকালে হনুমান জয়ন্তী উপলক্ষে শহরজুড়ে কলস যাত্রা বের হয়। দক্ষিণ বালুরচর মন্দির প্রাঙ্গণ থেকে এই কলস যাত্রা শহরের পোস্ট অফিস মোড়, মকদমপুর, কেজে সান্যাল রোড ,রাজমহল রোড , পোস্ট অফিস মোড় হয়ে মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা শেষ হয়। দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের সেবায়িত প্রভুজি মিশ্রা বলেন, করোনার প্রভাবর জন্য দু বছর আমাদের হনুমান জয়ন্তি তেমন ভাবে পালন হয়নি। তবে এবার বাবার কৃপায় করোনার প্রকোপ নেই বললেই চলে। তাই এবার আমরা সকল ভক্তরা ধুমধাম করে এই হনুমান জয়ন্তী উৎসব পালন করছে।বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হনুমান জয়ন্তী উৎসব পালিত হবে।এদিন সকালে শোভাযাত্রা পর রাতে হনুমান জি মহারাজের অভিষেক হবে। শুক্রবার সকাল থেকে ২৪ ঘন্টা ব্যাপী অখন্ড রামায়ণ পাঠ এবং অখন্ড জ্যোতি প্রচলন হবে । শনিবার সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত সোয়া মনি পুজন। এবার সোনামণি পূজা উপলক্ষে 101 কেজি ওজনের লাড্ডু তৈরি করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। রবিবার মহাআরতি, মহাপ্রসাদ গ্রহণ, দুপুর দুটো পর্যন্ত । সন্ধ্যা থেকে ভজন কীর্তন ও আরতী। মন্দির কমিটির ছাড়াও এ বছর আরো 5 জন ভক্ত 101 কেজির আরো পাঁচটি লাড্ডু পুজোয় নিবেদন করবেন।

    First published:

    Tags: Malda, North Bengal