হোম /খবর /মালদহ /
দলছুট নীলগাই শাবক উদ্ধার মালদহর চাঁচলে

Malda News- দলছুট নীলগাই শাবক উদ্ধার মালদহর চাঁচলে, নীলগাইটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয় পুলিশ

উদ্ধার হওয়া নীলগাই শাবক

উদ্ধার হওয়া নীলগাই শাবক

দলছুট নীলগাইয়ের শাবক উদ্ধারকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহর চাঁচল থানা এলাকায়

  • Share this:

    #মালদহদলছুট নীলগাইয়ের শাবক উদ্ধারকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহর চাঁচল থানা এলাকায় (Malda News)। স্থানীয় বাসিন্দারা দলছুট নীলগাই শাবকটিকে মাঠে ঘোরাঘুরি করতে দেখে। নীলগাই শাবকটি স্থানীয়দের নজরে পড়তেই সেটিকে দেখার হিড়িক পড়ে যায়। দলছুট নীলগাই শাবকটি এলাকার একাধিক গ্রামে ঘোরাফেরা করতে থাকে। এলাকায় নীলগাই ঘোরাফেরা করার খবর পৌঁছায় চাঁচল থানার পুলিশের কাছে। অবশেষে স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ উদ্যোগে এদিন দুপুর নাগাদ চাঁচলের জালালপুর পঞ্চায়েতের হজরতপুর এলাকা থেকে শাবকটিকে উদ্ধার করা হয়। গ্রাম থেকে নীলগাইয়ের শাবকটিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে যায় পুলিশ। পরে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।

    বন দফতরের পক্ষ থেকে শাবকটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। যদিও শাবকটি সুস্থ স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে চাঁচলের হজরতপুর গ্রামের মহানন্দা নদীর তীরবর্তী এলাকায় ওই নীলগাইয়ের শাবকটিকে দেখতে পান গ্রামের বাসিন্দারা। গোটা এলাকা জুড়ে ঘোরাফেরা করছিল পশুটি।তাকে দেখতে সাধারণ মানুষ ভিড় করতে থাকে। সেই সময় স্থানীয়রা খবর দেয় চাঁচল থানায়। স্থানীয়দের অনুমান দলছুট হয়ে নীলগাইটি এলাকায় ঢুকে পড়েছে।

    এর আগেও চাঁচল হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় নীলগাই দেখা গিয়েছে। বিহার থেকে নীলগাইগুলি এ রাজ্যে ঢুকে পড়ে। বিহারের কাটিহার জেলার জঙ্গল থেকে মহানন্দা নদী পেরিয়ে এ রাজ্যে ঢুকে পড়ে তারা। মূলত খাবারের সন্ধানেই ঘুরতে ঘুরতে এরা বাংলার গ্রামে ঢুকে পড়ে বলে গ্রামবাসীদের অনুমান। যদিও পুলিশ ও বন বিভাগের কর্মীদের প্রাথমিক অনুমান, নদী পথে ভেসেই শাবকটি ওই গ্রামে আসে। এছাড়াও খাবারের সন্ধানে এসেও দলছুট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বন দফতরের কর্তারা (Malda News)। আপাতত নীলগাইটি বন দফতরের হেফাজতে রয়েছে। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বন দফতরের

    Harashit Singha
    First published:

    Tags: Malda