ভাস্কর চক্রবর্তী,শিলিগুড়ি: শুক্রবার ২০২২-২৩ আর্থিক বছরের বাজেট পেশ করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।আর এই বাজেটে বিশেষভাবে গুরুত্ব পেল উত্তরবঙ্গ। কয়েকশ কোটি টাকা বরাদ্দ হল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও পর্যটনে।উত্তরবঙ্গের জন্য যে পরিমান বাজেট বরাদ্দ হয়েছে তা এখনও পর্যন্ত তা সর্বোচ্চ।এবার রাজ্যের মোট বাজেট ৩ লক্ষ ২১ হাজার কোটি টাকার।যার মধ্যে উত্তরবঙ্গের উন্নয়নে বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে ৭৯৭.৪৩ কোটি টাকা।আর এই বাজেটে যারপরনাই খুশি উত্তরবঙ্গের ব্যবসায়ী মহল। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম নেটওয়ার্কের (Himalayan Hospitality and Tourism Network) সাধারণ সম্পাদক (general secretary) সম্রাট সান্যাল নিউজ ১৮ লোকালকে বলেন, 'বিধানসভায় বাজেট পরিবেশনের পর দুটো ভীষণ উল্লেখযোগ্য বিষয় আমরা খেয়াল করলাম। প্রথম বিষয় হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে অনেকটাই গুরুত্ব দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে পর্যটন দপ্তরের বাজেটও কিছুটা বেড়ে গিয়েছে। তবে আমরা একটা আশা করেছিলাম যে যাঁরা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের জন্য কিছু ব্যবস্থা করা হবে। সেটা হয়ত এই বাজেটে নেই। তবে আমরা আশাবাদী, পরের বার এবিষয়ে ভাবা হবে। পশ্চিমবঙ্গ বাজেটে সামগ্রিকভাবে পর্যটন ব্যবসায়ীদের বিষয়ে ভাবা হবে। তবে এই বাজেটে পর্যটনে জোর দেওয়া হবে। পর্যটনের খাতিরে বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হোক, এটাই চাই।' তিনি আরও বলেন, 'আমরা আশাবাদী রাজ্য সরকার আমাদের কথা শুনবে। পরিবেশকে গুরুত্ব দিয়ে ব্যাটারিচালিত এবং সিএনজি গাড়ির উপর জোর দেওয়া হয়েছে। এতে এই অঞ্চলে পরিবেশরক্ষা বজায় থাকবে। ব্যাটারিচালিত গাড়ির জন্য বেশি পরিমানে চার্জিং ইউনিট দরকার পড়বে। সামগ্রিকভাবে রাজ্য সরকার পরিকাঠামোগত দিক দিয়ে নজর দিলে তবেই সবদিক দিয়ে উন্নত হবে। এটাই আমাদের আশা।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Siliguri