#শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের নয়া উদ্যোগ। এদিন সকালে ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রথম পুজোয় ব্যবহৃত ফুল ও বেলপাতা সংগ্রহ করার কাজ শুরু হয়। এই কাজের জন্য পুরনিগমের তরফে গাড়ির ব্যবস্থা করা হয়। এদিন এই কর্মসূচির সূচনা করেন মেয়র গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকার। জানা গিয়েছে, আপাতত ১৫ নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির সূচনা করা হয়েছে। এই কর্মসূচি সফল হলে আগামী দিনে শিলিগুড়ির সমস্ত ওয়ার্ডেই এই পরিষেবা চালু করা হবে। মূলত জৈব সার তৈরি করতেই এই উদ্যোগ নিয়েছে পুরসভা বলে জানা গিয়েছে।
এই নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, 'পুজোয় ব্যবহার হওয়া ফুল-বেলপাতা জঞ্জালে না ফেলে তা দিয়ে তৈরি হবে সার। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জৈব সার উৎপাদনে ব্যবহার করা হবে এই ফুল-বেলপাতাগুলি। এই বিশেষ উদ্যোগ শুরু হয় শহরের ১৫ নম্বর ওয়ার্ড থেকেই। এগুলো জমা করে যদি এক জায়গায় রাখা যায়, তাহলে ভালো সার তৈরি হবে। এই সার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এছাড়াও পুজোর যে একটা পবিত্রতা, সেটাও বহাল থাকবে। ওয়ার্ডভিত্তিক এই কাজ শুরু হবে। এরপর বৃহত্ত পরিসরে ভাবা হবে।'
শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, 'আমাদের জঞ্জাল আলাদা করার ব্যবস্থা যে এতদিন ছিল, সমস্ত জঞ্জালই প্রায় এক জায়গায় ফেলা হতো। সেটাকে সেগ্রিগেশন (segregation)-এর কোনও ব্যবস্থা ছিল না। আমরা এখন ধীরে ধীরে সেগ্রিগেশন (segregation)-এর কাজ শুরু করেছি। ডাম্পিং গ্রাউন্ডে গেলে বোঝা যাবে আমরা বায়োমাইনিং (bio-mining) এর মাধ্যমে এই কাজ করছি। তিন নম্বর ডাম্পিং গ্রাউন্ড প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের লক্ষ্যই জিরো গার্বেজ (zero garbage)।'
Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Siliguri