#শিলিগুড়ি: পুর নির্বাচনের প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন একাধিক ওয়ার্ডে প্রচার সারেন তিনি। এদিন প্রচারের শুরুতেই বিধায়ক শংকর ঘোষের ওয়ার্ডে যান তিনি। সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট সহ অন্যান্য বিধায়কেরা।
শহরের উন্নয়নের জন্য বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে পুরসভার ক্ষমতায় আনার আবেদন জানান তিনি। তিনি জানান, "রাজ্যের অর্থ নয় কেন্দ্রের অর্থে উন্নয়ন হবে এই শহরে। কেন্দ্রের স্মার্ট সিটি, গ্রীন সিটি মিশনের আওতায় এনে মডেল শহরে পরিণত করা হবে শহর শিলিগুড়িকে। তবে প্রয়োজন ক্ষমতায় থাকা। সেই কারণে সেকেন্ড ফ্লোর এম পি রাজু বিস্টকে দিয়েছেন, ফার্স্ট ফ্লোর বিধায়ক শংকর ঘোষকে দিয়েছেন আপানারা। এবার গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ পুরসভা বিজেপিকে কাজ করার সুযোগ করিয়ে দিন।" এমনই শহরবাসীর কাছে আবেদন করেন শুভেন্দু অধিকারী।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।