Home /News /local-18 /
Siliguri: শিলিগুড়িতে এসটিএফের জালে অসমের কেএলও জঙ্গি

Siliguri: শিলিগুড়িতে এসটিএফের জালে অসমের কেএলও জঙ্গি

গ্রেপ্তার

গ্রেপ্তার এক KLO জঙ্গী

শিলিগুড়ি থেকে গ্রেপ্তার এক KLO জঙ্গী

  • Share this:

    শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে রাজ্যপুলিশের এসটিএফের (Special Task Force) জালে ধরা পড়ল এক কেএলও (KLO) জঙ্গি। বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে অবিনাশ রায় নামে ওই যুবককে। তারপর শুরু হয় ম্যারাথন জেরা। পুলিশ সূত্রে খবর, ধৃতকে এদিন তোলা হয় শিলিগুড়ি আদালতে। রিমান্ডে নেওয়ার দাবিও জানান হয় আদালতকে পুলিশের তরফে। জানা গিয়েছে, ধৃত অবিনাশ রায় আদতে অসমের কোকরাঝাড়ের বাসিন্দা। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে। সম্প্রতি এসেছিল শিলিগুড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির খালপাড়া এলাকায় অভিযান চালায় এসটিএফ (STF)। সেখান থেকে গ্রেপ্তার করা হয় অবিনাশ রায়কে। জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা তুলত অবিনাশ। সেই কারণেই ধৃত যুবক শিলিগুড়িতে এসেছিল বলে অনুমান পুলিশের। সেখানেই এসটিএফের (স্পেশাল টাস্ক ফোর্স - Special Task Force - STF) হাতে ধরা পড়ে অবিনাশ। মনে করা হচ্ছে, ওই যুবকের আরও কয়েকজন সঙ্গীও এসেছিল এই এলাকায়। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজ জানার চেষ্টা করবে পুলিশ বলে সূত্রের খবর। STF -এর এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, 'শিলিগুড়িতে STF -এর হাতে গ্রেফতার হল এক KLO জঙ্গি। রাতে খালপাড়া থেকে ধরা হয় অবিনাশ রায় নামে এক যুবককে। অসমের বাসিন্দা অবিনাশ কয়েকমাস ধরে শ্রমিকের ছদ্মবেশে খালপাড়ায় কাজ করছিল। সেখানে ব্যবসায়ীদের থেকে টাকা নেওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। তার সঙ্গে আরও বেশকয়েজন শিলিগুড়ি ও উত্তরবঙ্গে ঢুকেছে বলে অনুমান এসটিএফের। ধৃতকে আদালতে পেশ করা হলে আদালত ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে।'

    First published:

    Tags: Jalpaiguri, Siliguri

    পরবর্তী খবর