হোম /খবর /জলপাইগুড়ি /
সবুজায়নে উদ্যোগী স্নেহ ফাউন্ডেশন, লাগানো হল ৪০০ গাছ

Jalpaiguri: সবুজায়নে উদ্যোগী স্নেহ ফাউন্ডেশন, লাগানো হল ৪০০ গাছ

গাছ লাগাচ্ছেন সদস্যরা

গাছ লাগাচ্ছেন সদস্যরা

বাংলা নববর্ষ উপলক্ষে রবিবার বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করলো ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংস্থা স্নেহ ফাউন্ডেশন। মালবাজার শহরের সেনাবাহিনীর ক্যাম্পে মোট ৩৮০ টি মেহগনি ও ২০ টি কাঁঠাল গাছের চারা রোপণ করা হয়েছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি (মালবাজার): বাংলা নববর্ষ উপলক্ষে রবিবার বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করলো ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংস্থা স্নেহ ফাউন্ডেশন। মালবাজার শহরের সেনাবাহিনীর ক্যাম্পে মোট ৩৮০ টি মেহগনি ও ২০ টি কাঁঠাল গাছের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচি উপলক্ষে সেনাবাহিনীর উচ্চ আধিকারিকরা ছাড়াও শিলিগুড়ি সূর্য সেন মহাবিদ্যালয় এন এস এস ইউনিটের কিছু স্বেচ্ছাসেবকরা চারা গাছ রোপণ করেন। সংস্থার পক্ষ থেকে সদস্যরা ছাড়াও কর্ণধার অভিষেক ঘোষ, চেয়ারম্যান রাজেন বারাইক উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর তরফে সংস্থার এই উদ্যোগ কে কুর্নিশ জানানো হয়েছে। স্নেহ ফাউন্ডেশনের কর্ণধার অভিষেক ঘোষ বলেন, 'সেনাবাহিনীর সঙ্গে যে কোনও কর্মসূচি আমাদের কাছে অত্যন্ত গর্বের ও প্রেরণাদায়ক। আমরা একটি পত্র মারফত সেনাবাহিনীর কাছে আবেদন করেছি, এই চারা গাছ পরবর্তীতে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিনত হলে তার বিনিময়ে যে অর্থ গ্রহণ হবে তা যেন শহীদ সেনা জওয়ানদের পরিবারের উন্নয়ন প্রকল্পে খরচ করা হয়।' তিনি আরও বলেন, 'আজকের আমাদের এই কর্মসূচিতে শিলিগুড়ি সূর্য সেন মহাবিদ্যালয়ের এন এস এস (NSS) ইউনিটের (unit) সদস্যরা সক্রিয় ভূমিকা নিয়েছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজ মোট ৩৮০ টি মেহগনি ও ২০টি কাঁঠালের চারা রোপণ করা হয়েছে মালবাজার সেনা ছাউনি তে। ক্যাম্পের কমান্ডিং অফিসার সহ অন্যান্য আধিকারিকরা অত্যন্ত উৎসাহের সঙ্গে আমাদের কাজে সহযোগিতা করেছেন।' সেনাবাহিনীর পক্ষ থেকে এক উচ্চ আধিকারিক জানান, স্নেহ ফাউন্ডেশনের (sneho foundation) এই উদ্যোগ প্রশংসনীয়, এই ভাবে বিভিন্ন পথে দেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের জনগণ চাইলে সব করতে পারেন। এন এস এস ভলান্টিয়ার (nss volunteer) মনোজ বর্মন বলেন, 'স্নেহ ফাউন্ডেশনের জন্য আজ সেনাবাহিনীর যে সান্নিধ্য পেয়েছি তা চির স্মৃতি হয়ে থাকবে, এই স্বেচ্ছাসেবী সংস্থাকে ধন্যবাদ আমাদের কে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য।' এর আগেও যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সেবা প্রদান করেছেন তাঁদের সম্মানিত করছে ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংস্থা স্নেহো ফাউন্ডেশন। করোনা মহামারীর সময় থেকে শিলিগুড়ির সূর্য সেন মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের সহযোগিতায় তাঁরা

    First published:

    Tags: Jalpaiguri, Malbazar