#শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের উন্নয়নের স্বার্থে এবারে শিলিগুড়ি পুরনিগম (এসএমসি) ও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদ (এসজেডিএ) যৌথভাবে কাজ করবে। এদিন এসজেডিএ কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এছাড়াও শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের বিভিন্ন উন্নয়নমূলক কি কি কাজ করা হবে সেসমস্ত বিষয়ে আলোচনা করেন। এদিন সৌরভ চক্রবর্তী বলেন, 'শহরের উন্নয়নের স্বার্থে শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে বাস স্ট্যান্ড বানানো হচ্ছে। আরও যেই জায়গায় সমস্যা রয়েছে, সেই কাজগুলো এক এক করে করা হবে। আমরা শিলিগুড়ি ও জলপাইগুড়ির উন্নয়নের স্বার্থে কাজ করব।'
এছাড়াও ৩৫ নম্বর ওয়ার্ডে বেশকিছু বেহাল রাস্তা সংস্কার করে বানানো হচ্ছে। জল্পেশেও কিছু কাজ হচ্ছে এবং শিলিগুড়ি শহরের বিভিন্ন সমস্যা সমাধানের কাজ শুরু করা হবে বলে জানান সৌরভ চক্রবর্তী। এর তীব্র প্রতিবাদ করার কথা শোনা যায় এদিন তাঁর মুখে। তিনি আরও বলেন, 'রাজনৈতিক মতবিভেদ থাকতেই পারে, তাঁদের মতাদর্শ সমান নাও হতে পারে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান ও অবমাননা করা হবে, এটা কিছুতেই মানা যায় না। এদিকে তিনি বারাণসীতে হওয়া মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনার প্রতিবাদেও আওয়াজ তোলেন। তিনি বলেন, 'ভারতীয় জনতা পার্টির মদতে এই কাজ করা হয়েছে। আমরা ধিক্কার জানাই। খুবই নিন্দনীয় ঘটনা। সারা ভারত এবং বাংলায় এর বিরুদ্ধে আমাদের সকলকেই আওয়াজ তোলা উচিত। মুখ্যমন্ত্রী সর্বভারতীয় নেত্রী। তিনি সেখানে নির্বাচনি প্রচারে গিয়ে অপমানিত হলেন, এটা মেনে নেওয়া যায় না।'
Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Siliguri