Home /News /local-18 /
Siliguri: বইপ্রেমীদের নববর্ষের উপহার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের, শুরু হল 'বই বাড়ি'

Siliguri: বইপ্রেমীদের নববর্ষের উপহার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের, শুরু হল 'বই বাড়ি'

শিলিগুড়ি পুলিশ লাইব্রেরি

শিলিগুড়ি পুলিশ লাইব্রেরি

অবসর সময়ে শিলিগুড়ির ভক্তিনগরের মিনতি সেনের একমাত্র পছন্দ বই পড়া। শার্লক হোমস নাকি বিশেষভাবে তাঁকে টানে।

  • Share this:

    ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: অবসর সময়ে শিলিগুড়ির ভক্তিনগরের মিনতি সেনের একমাত্র পছন্দ বই পড়া। শার্লক হোমস নাকি বিশেষভাবে তাঁকে টানে। পুরোনো স্মৃতি ঘেঁটে তিনি বলেন, 'ডিটেকটিভ বই পড়ার নেশা এমন ছিল, যে একবার তো রান্নাই পুড়ে গিয়েছিল।' বলেই একগাল হেসে দিলেন তিনি। এভাবেই শহরের আনাচে কানাচে কত বইপ্রেমী যে রয়েছেন, তা আর হাতে গোনা হয়ত সম্ভব হয়ে উঠবে না। তবে এই বইপ্রেমীদের নববর্ষে বিশেষ উপহার দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই বই-বাড়ির উদ্বোধন হয়। শিলিগুড়ি শহরের মাল্লাগুড়ি পুলিশ লাইনে শিলিগুড়ি এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি সূর্য সেন কলেজের অধ্যক্ষ প্রণব কুমার মিশ্র, রবীন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্মা, শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত, মুরালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম ও নরসিংহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিস কুমার রায়। এই বই-বাড়ি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মী এবং তাঁদের পরিবারের জন্য মাল্লাগুড়ি পুলিশ লাইনে খোলা একটি লাইব্রেরি। শিলিগুড়ির সম্মান-এর-বাড়ির (sammaner bari) সম্মানিত সদস্যরাও এই লাইব্রেরির সদস্য হবেন। লাইব্রেরিতে বিভিন্ন ধরণের বই থাকবে। তথ্য, কথাসাহিত্য, ডিটেকটিভ থেকে শুরু করে বিজ্ঞান, শিক্ষা এবং গল্পের বই পাওয়া যাবে। এছাড়াও শিশুদের জন্য কমিকস বই বিনামূল্যে পাওয়া যাবে। বইয়ের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা। এছাড়াও, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীরাও ডিসিপি সদর দপ্তরে আবেদন করলে এই লাইব্রেরিতে সেই বই পড়তে পারবেন। এই লাইব্রেরিটি সারা সপ্তাহ খোলা থাকবে। রোজ দুপুর ১২ টা থেকে ৮ টা পর্যন্ত এখানে আসা-যাতায়াত করতে পারবেন সদস্যরা।এদিন পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, 'আমরা পড়া এবং শিক্ষাকে। যাঁরা বই পড়তে আগ্রহী, তাঁদের আমরা উৎসাহিত করি। বই হল নির্জনতার সেরা সঙ্গী এবং চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চিত উপায়।' পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সম্মানের বাড়ির প্রবীণরাও। এই বই বাড়ির সাহায্যে সম্মানের বাড়ির সদস্যরা খুব উপকৃত হবেন এই উদ্যোগে। এলাকার পড়ুয়ারাও এই লাইব্রেরির সুবিধে নিতে পারবে। নিজেদের জানার আয়তন আরেকটু বাড়িয়ে তুলতে সাহায্য করল পুলিশ কমিশনারেট। Vaskar Chakraborty

    First published:

    Tags: Jalpaiguri, Siliguri

    পরবর্তী খবর