Home /News /local-18 /
Siliguri winter flowers: শীতকালীন ফুলের পসরা শিলিগুড়িতে! রয়েছে রং বাহারি ফুলের সম্ভার

Siliguri winter flowers: শীতকালীন ফুলের পসরা শিলিগুড়িতে! রয়েছে রং বাহারি ফুলের সম্ভার

শীতকালীন রং বাহারি ফুলের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা

শীতকালীন রং বাহারি ফুলের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা

শীতকালীন ফুলের পসরা শিলিগুড়িতে! রয়েছে রং বাহারি ফুলের সম্ভার

 • Share this:

  #শিলিগুড়ি: শীতকাল মানেই রঙিন ফুলের পসরা। পাহাড়ের পার্শ্ববর্তী এলাকাগুলোতে ফুলের বাহার দেখলে মন তো জুড়াবেই। গোলাপ থেকে গাঁদা, রজনীগন্ধা থেকে চন্দ্রমল্লিকা, শীতকালের বাজার যেন আরও রঙিন হয়ে ওঠে (Siliguri winter flowers)।

  এমনই রঙিন চিত্র ধরা পড়ল শিলিগুড়ির হাসপাতাল মোড়ের কাছে রাস্তার ধারে। হাসমিচক পেরিয়ে একটু এগোলেই দেখা মিলবে সারি সারি সাজানো ফুলের দোকান (Siliguri winter flowers)। ভিড় হালকা হলেও হাসিমুখ তাঁদের সর্বদা। রঙিন ফুলের ভিড়ে টুকটাক দেখা মেলে বীজেরও। ফল, ফুল, সবজির বীজও রাখেন বিক্রেতারা। শিলিগুড়ি শহরের প্রায় সকলেই এই দোকানগুলি থেকে ফুল কেনেন। ফুল কেনার পাশাপাশি নিজের বাড়িতে চাষ করেন অনেকেই। অবসর সময়ে গার্ডেনিং (gardening) -এ মনোনিবেশ করছে নতুন প্রজন্ম। ছাদে হোক কিংবা বাড়ির সামনে, অথবা ঝুল বারান্দা (Siliguri winter flowers)। রঙিন ফুল মাস্ট (must)। তাই এই নবীন প্রজন্মের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দোকানের সামনে। ফুল থেকে শুরু করে বাহারি সবজির বীজ সবই মিলবে দোকানগুলিতে। গাঁদা ফুলের পসরা সাজিয়ে বসেছিলেন জিতেশ মণ্ডল। তিনি আমাদের জানালেন, বিগত পাঁচ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। অনেকে এসে ফুল তো কেনেন, সঙ্গে আবার বীজও নিয়ে যান, নিজেদের বাড়িতে লাগাবেন বলে। তিনি বলেন, "কোভিডের সময় ফুলের বিক্রি অনেকটা কমে গিয়েছিল। তবে এই বছর বিয়ের বাজার, তা পুষিয়ে দিল। বিশাল অর্ডার (order) এসেছে। আমরাও সেগুলো নিয়ে ব্যস্ত"। হাকিমপাড়ার বাসিন্দা শুভ্র সাহার কথায়, "বাড়ির ছাদে আমার ফুলের বাগান রয়েছে। স্ত্রী ও আমি, দুজনেই অবসর সময়ে পরিচর্যা করি। হাসপাতাল মোড়ের ফুলের দোকান থেকে এবার গোলাপ ফুলের চারা নিয়েছি। রঙিন গোলাপ কার না ভালো লাগে, সে যে রঙেরই হোক না কেন"। লাল, হলুদ, গোলাপি রঙের গোলাপ ও গাঁদা ফুল, সবচেয়ে বেশি মন কেড়েছে শিলিগুড়ির, জানালেন এক বিক্রেতা। তাঁর মুখে চওড়া হাসি, কারণ বিক্রি মনের মতো হয়েছে (Siliguri winter flowers)। ইচ্ছে মতো ফুল পেয়ে খুশি ক্রেতারাও। Vaskar Chakraborty
  Published by:Samarpita Banerjee
  First published:

  Tags: Flower, Jalpaiguri, Siliguri

  পরবর্তী খবর