#দার্জিলিং (শিলিগুড়ি): সেভকের করোনেশন সেতুতে শ্যুটিংয়ে বিস্ফোরণের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সেবক ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সম্প্রতি সেবক সেতুতে বিনোদ মেহেরার ছেলে রোহন মেহেরা অভিনিত হিন্দি ওয়েব সিরিজ "কালার"এর শুটিংয়ের অংশ হিসেবে একটি আর্মি ট্রাকে বিস্ফোরণ ঘটানো হয়। পরবর্তীতে জানা যায়, দার্জিলিং বা কালিম্পং জেলার কোন পুলিশ বা প্রশাসনের থেকে অনুমতি না নিয়ে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। শুধু তাই নয়; দমকল বিভাগের কোন নিরাপত্তা ছাড়াই ওই দুর্বল সেতুতে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।
দার্জিলিং জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর বলেন, 'ঘটনায় তদন্ত চলছে। তাদের দাবি মতো প্রয়োজনে তদন্তের স্বার্থে ফরেন্সিক দলও আনা হতে পারে।' প্রসঙ্গত, ওই ঘটনায় ইতিমধ্যে ওই শুটিং প্রোডাকশন ম্যানেজার চৈতালি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন। ওই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে শনিবার সেভক ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় ওই সংগঠনের সদস্যরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Darjeeling, Jalpaiguri, Siliguri