#শিলিগুড়ি: এর আগে নাচ, গান, সিনেমা, সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন বিভাগে সম্মান অর্জন করেছে শিলিগুড়ির কচিকাঁচা থেকে শুরু করে প্রতিভাবান শিল্পীরা। এবার অলিম্পিকেও নাম জুড়তে চলেছে শিলিগুড়ির। আগামী ১ মে ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলেছে মূক ও বধিরদের অলিম্পিক্স বা ডিফলিম্পিক্স (Deaflympics 2022)। শিলিগুড়ির প্রিয়ম চক্রবর্তী ও স্মরণ দাস সেখানে অংশ নিচ্ছেন।
প্রিয়ম ডিফ অলিম্পিক্সে অংশ নেওয়ায় তাঁর দিদি প্রিয়া চক্রবর্তী বলেন, 'ছোটবেলা থেকেই খেলতে ভালোবাসে প্রিয়ম। শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোনও খেলা সেভাবে খেলতে পারেনি। আমরা ভারতী ঘোষের কথা জানতে পারি। সুস্থ বাচ্চাদের পাশাপাশি মূক ও বধিরদেরও টেবিল টেনিস খেলা শেখাতেন। তাই ভাইকে সেখানেই ভর্তি করি।' তিনি জানান, প্রায় ১৫ বছর ধরে প্রিয়ম ভারতী ঘোষের কাছেই খেলা শিখছে। খুব অল্প বয়সেই বাবাকে হারিয়েছে প্রিয়ম। কিন্তু তার লড়াই থেমে থাকেনি।
শিলিগুড়ি শহরের দেবাশিস কলোনির বাসিন্দা স্মরণ দাস। তার বাবা পরিমল দাস পেশায় এক বেসরকারি সংস্থার কর্মী। তিনি বলেন, 'ছোটবেলায় স্মরণ কথা একটু বলতে পারলেও, পরে ডাক্তারের কাছ থেকে জানতে পারি সে মূক ও বধির। খেলাধূলোকে ভালোবাসত ছেলে। সেটা ভেবেই ভারতী ঘোষের কাছে স্মরণকে টেবিল টেনিসে ভর্তি করি।' তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের ছাত্র হিসেবে স্কুল থেকে দুজনকেই সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ভীষণ খুশি তাদের এই সাফল্যে।
দুই ছাত্রের এই সাফল্যে ভীষণ খুশি ভারতী ঘোষ। তাঁর ছাত্ররা দেশ তথা শহরের মুখ উজ্জ্বল করবেন বলে মনে করছেন তিনি। ভারতী ঘোষ বলেন, 'আজ আমি ভীষণ গর্বিত। এর আগেও এই শহর থেকে অনেক মূক ও বধির খেলোয়াড় ডিফ অলিম্পিক্সে অংশগ্রহণ করেছে। পদকও জিতেছে। একজন সুস্থ স্বাভাবিক খেলোয়াড়কে অলিম্পিক্সে যেতে হলে যে পরিশ্রম করতে হয়, এদের একই পরিশ্রম করতে হয়। প্রিয়ম ও স্মরণকে নিয়ে আমার দৃঢ় বিশ্বাস, তারা নিশ্চয়ই শহরের নাম উজ্জ্বল করবে।'
Vaskar Chakrabortyনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri