হোম /খবর /জলপাইগুড়ি /
শ্যুটিংয়ের নামে বিস্ফোরণ সেবক সেতুতে! ক্ষোভের সৃষ্টি জনমানসে

Sevoke coronation bridge blast: শ্যুটিংয়ের নামে বিস্ফোরণ সেবক সেতুতে! ক্ষোভের সৃষ্টি জনমানসে

X
এভাবেই [object Object]

ওয়েব সিরিজের শুটিং এ গাড়ি বিস্ফোরণ সেবকের করোনেশন সেতুতে, ঘটনায় তীব্র অসন্তোষ দার্জিলিং জেলা প্রশাসনের

  • Share this:

    #শিলিগুড়ি: সেবকের করোনেশন সেতুর উপর একটি গাড়িতে বিস্ফোরণ! বৃহস্পতিবার সকালে ওই সেতুর উপর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এদিকে উত্তরবঙ্গের হেরিটেজের মধ্যে অন্যতম এই করোনেশন ব্রিজ, যা সেবক সেতু বা বাঘপুল নামেও পরিচিত। আর এই সেতুতে এহেন বিস্ফোরণে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে বিশিষ্টজনেরা।

    অন্যদিকে ঘটনা প্রসঙ্গে পরে জানা যায়, বিনোদ মেহেরার ছেলে রোহন মেহেরা অভিনিত হিন্দি ওয়েব সিরিজ "কালার" শ্যুটিংয়ের অংশ সেই বিস্ফোরণ। প্রথম দিকে ওই ওয়েব সিরিজের শ্যুটিং হয়েছে তাকদহের ১২ নম্বর কলোনির বাংলোতে। তারপর দার্জিলিংয়ের উইন্ডেমেয়ার হোটেল সহ ম্যাল রোডেও শ্যুটিং হয়েছে ওই ওয়েব সিরিজের একাংশের। এদিন ওই ওয়েব সিরিজের শ্যুটিং অ্যাকশন সিনের অংশ হিসেবে করোনেশন ব্রিজে ওই বিস্ফোরণ করা হয়। যদিও সম্পূর্ণ নিরাপত্তা মেনে। কিন্তু প্রশ্ন উঠছে, সেভকের করোনেশন সেতু, হেরিটেজ শিরোপাধারী। তার উপর ব্রিটিশ আমলের ওই ঐতিহাসিক সেভকের সেতু এমনিতেই দুর্বল। সেসব সত্ত্বেও কীভাবে পুলিশ প্রশাসন ওই সেতুর উপর শ্যুটিংয়ের অংশ হিসেবে বিস্ফোরণ ঘটানোর অনুমতি দিল। সেইসব নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে।

    যদিও ওই বিষয়ে মুখ খুলতে চাননি দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম ও দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর। কারণ অভিযোগ, ওই বিস্ফোরণের পর ক্ষতি হয়েছে সেতুর একাংশের। তার উপর সেতুটি ৩১ নম্বর জাতীয় সড়কের উপর এবং ডুয়ার্স সহ শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের একমাত্র সম্বল ওই সেতুটি। শ্যুটিংয়ের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে প্রশাসনের তরফে ওই বিস্ফোরণের অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।

    কার্শিয়াংয়ের মহকুমা শাসক এজাজ আহমেদ বলেন, 'আমার থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। পুলিশ দিয়েছে কিনা জানা নেই। যাচাই করে দেখছি।' ওই বিস্ফোরণের পরই সরব হয়েছে ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস। ওই সংস্থার সম্পাদক চন্দন রায় বলেন, 'শ্যুটিং হলেও ওই বিস্ফোরণ করা উচিৎ হয়নি। কারণ শতাব্দী প্রাচীন ওই সেতু এমনিতেই দুর্বল। এর আগেও আমরা একাধিকবার আন্দোলন করেছি। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। প্রশাসন কীভাবে ওই বিস্ফোরণের অনুমতি দিল। আমরা আগামীদিনে সেভক থানায় ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাব।'

    পাশাপাশি, প্রশাসনের অনুমতি ছাড়া শিলিগুড়ির ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজে (Coronation Bridge) বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হল একজনকে। কার্শিয়াংয়ে এসডিপিও মনোরঞ্জন ঘোষ জানিয়েছেন, বৃহস্পতিবার যাকে আটক করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না পাওয়ায় এদিন তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় কোপ পড়েছে পুলিশ প্রশাসনের উপরও। সেবক ফাঁড়ির ওসি (OC) ডালিম অধিকারীকে ক্লোজ করা হয়েছে। তাঁর জায়গায় এসেছেন নতুন ওসি তপন দাস। এদিন বঙ্গরত্ন ও বিশিষ্ট চিকিৎসা সম্মান প্রাপক চিকিৎসক ডাঃ প্রেম দোরজী ভুটিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি News 18 -কে তাঁর উদ্বেগ ব্যক্ত করে বলেন, 'আমি যখন জানতে পারি আমি খুব আশ্চর্য হয়ে যাই যে কী করে এই বিস্ফোরণ সম্ভব। আর কেউ এরম হেরিটেজ তকমাধারী সেতুতে কী করে বিস্ফোরণ ঘটায়? ভাবতেই অবাক লাগে। ছোটবেলায় আমরা সেবক ব্রিজকে বাঘপুলও বলতাম; দু'প্রান্তে বাঘের মূর্তি থাকার জন্য, সেই সেতু আমাদের কাছে ইমোশন। ভাবতেই পারছি না। শিলিগুড়িবাসী হিসেবে কোনওভাবেই মেনে নিতে পারছি না।'

    শিলিগুড়ির এই বিশিষ্ট চিকিৎসক দার্জিলিং জেলার অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন (সম্মানিক) পদে রয়েছেন। তিনি এদিন আরও বলেন, 'আমি যখন ঘটনাটি জানতে পারি আমি ব্যতিব্যস্ত হয়ে পরি, এই ভেবে যে সেবক এই জঙ্গল সুলভ অঞ্চল। যা মহানন্দা অভয়ারণ্যের মধ্যস্থ। বহু বাঁদর, পাখি, পশু এই অঞ্চলাধীন। সেখানে এই উচ্চস্বরে বিস্ফোরণ তাদের নাড়িয়ে দেবে। এমনকি তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে। প্রশাসনের উচিৎ তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করা।'

    First published:

    Tags: Darjeeling, Jalpaiguri