Home /News /local-18 /
Jalpaiguri News: বেহাল নিকাশি ব্যবস্থা, মাছ বাজারের হাল ফেরানোর দাবিতে বহাল ক্ষুব্ধ ব্যবসায়ীরা

Jalpaiguri News: বেহাল নিকাশি ব্যবস্থা, মাছ বাজারের হাল ফেরানোর দাবিতে বহাল ক্ষুব্ধ ব্যবসায়ীরা

জমা

জমা জলে সমস্যায় ময়নাগুড়ি বাজার

নিকাশি ব্যবস্থা এবং ডাম্পিং গ্রাউন্ডের অভাবে বেহাল অবস্থা ময়নাগুড়ি পুরানো বাজারের মাছ বাজার

 • Share this:

  #ময়নাগুড়ি: নিকাশি ব্যবস্থা এবং ডাম্পিং গ্রাউন্ডের অভাবে বেহাল অবস্থা ময়নাগুড়ি পুরানো বাজারের মাছ বাজার (Jalpaiguri News)। দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা। উল্লেখ্য অনেক পুরোনো বাজার ময়নাগুড়ির মাছ বাজার। সেখানে শেড থাকলেও পর্যাপ্ত ব্যবস্থা নেই নিকাশির। ফলে মাছের অবশিষ্ট অংশের দরুন প্রায়ই দুর্গন্ধ ছড়ায় এলাকায়। আর তাতেই ব্যবসায়ীদের নাজেহাল হতে হয় বলেই অভিযোগ।

  অন্যদিকে ময়নাগুড়ি পুরসভা হওয়ায় খুশি ব্যবসায়ীরা (Jalpaiguri News)। তাদের দাবি পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হওয়ার কারণে অনেক সমস্যার সমাধান হয়নি। ফলে পুরসভাই পারে মাছ বাজারের সমস্ত সমস্যা সমাধান করতে। তাই পৌরসভার দায়িত্ব বন্টন হলেই মাছ বাজারের সমস্যায় দৃষ্টিপাত করার আর্জি জানিয়েছেন।এক ব্যবসায়ী মহেশ দাস বলেন, 'দুর্গন্ধে আমাদের ব্যবসা করতে খুব সমস্যা হয়। নিকাশির ব্যবস্থা নেই ফলে নোংরা জল জমে দুর্গন্ধ ছড়ায়।' আরেক ক্ষুদ্র মাছ ব্যবসায়ী নারায়ণ রায় বলেন, 'দুর্গন্ধে মানুষ আমাদের এখানে আসেন না। ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হতে হয়।' যদিও এই বিষয়ে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক সুমিত সাহার ব্যাখ্যা, 'এতদিন এই বাজার গ্রাম পঞ্চায়েতের অধীনে ছিল। ফলে সেভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। বা গ্রাম পঞ্চায়েত থেকে অনেক কিছুই সম্ভব নয়। এখন ময়নাগুড়ি পুরসভা হয়েছে। তাই আমরা আশাবাদী যিনিই চেয়ারম্যান হোক তাতে আমাদের কোনও বিষয় নেই। কিন্তু আমাদের এই মাছ বাজারের সমস্যা সমাধান করার আবেদন রাখছি।'

  Vaskar Chakraborty
  First published:

  Tags: Jalpaiguri, Maynaguri

  পরবর্তী খবর