#শিলিগুড়ি: "স্বদেশে পূজ্যতে রাজা, 'বিদ্বান' সর্বত্র পূজ্যতে"। প্রবাদটিতে বিদ্বান ব্যাক্তির হলেও, বর্তমান যুগে বিজ্ঞান সর্বত্র পূজ্যতে। আর সেই বিজ্ঞানের আজ দিন। আজ জাতীয় বিজ্ঞান দিবস অর্থাৎ National Science Day। গোটা দেশের পাশাপাশি শহর শিলিগুড়িতেও এই দিনটি উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র (North Bengal Science Centre) দ্বারা পালন করা হয়। ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি, সপ্তাহব্যাপী ‘বিজ্ঞান সর্বত্র পূজ্যতে’ (VSP) -এর অংশ হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের ৭৫ বছরের অর্জনকে চিত্রিত করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সেই সপ্তাহব্যাপী প্রতিযোগিতামূলক উৎসবের ছিল সমাপনী অনুষ্ঠান। এদিন উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র (North Bengal Science Centre) বিভিন্ন বিদ্যালয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ সায়েন্সের ডিন প্রফেসর (ডঃ) সুভাষ চন্দ্র রায়, বিশিষ্ট শিক্ষাকর্মী তথা শিক্ষক ডঃ সুপ্রকাশ রায় ছাড়াও আরও অনেকে।
উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের প্রোজেক্ট কোঅর্ডিনেটর ঋতব্রত বিশ্বাস বলেন, 'এক সপ্তাহব্যাপী ঠাসা কর্মসূচি। সবটাই ছিল বিজ্ঞানভিত্তিক। কুইজ, মডেল সহ নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন ছিল সমাপনী অনুষ্ঠান। এই ইভেন্টটি যৌথভাবে DST, DBT, CSIR, MoES, DAE, DOS, ICMR, AICTE এবং DRDO দ্বারা সরকারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার অফিসের নেতৃত্বে আয়োজিত হয়। এছাড়াও সংস্কৃতি মন্ত্রকের অধীনে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হল VSP-এর একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং দেশব্যাপী স্মারক অনুষ্ঠান আয়োজনের জন্য বিজ্ঞান প্রসারের সঙ্গে সহযোগিতায় কাজ করছে।'
ঋতব্রতবাবু আরও বলেন, 'বর্তমানে আমরা প্রযুক্তির ব্যবহার সবসময় করলেও, সঠিক ব্যবহারের জায়গায় অনেক সময় ভুল করে বসি। সেই ভুলের জায়গাগুলোকে চিহ্নিত করা দরকার। আমার বিশ্বাস এধরনের অনুষ্ঠান তরুণদের মনকে অনুপ্রাণিত করার জন্য এবং ভারতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয়ে তাঁদের সুশিক্ষিত করার জন্য সময়োপযোগী। এই সপ্তাহব্যাপী ইভেন্টটি এই কেন্দ্রে প্রচুর দর্শকদের আকর্ষণ করেছিল এবং শিলিগুড়ি এবং শহরের পার্শ্ববর্তী অঞ্চল, নেপালের প্রতিবেশী দেশ সহ সিকিম ও বিহার রাজ্যের অংশগ্রহণকারী স্কুলের ছাত্রদের দ্বারা ভালো ভাবে সুসংগঠিত হয়েছে।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri