#শিলিগুড়ি: আজই বসন্ত জাগ্রত দ্বারে...উত্তরবঙ্গ বসন্ত উৎসব পালিত হল শিলিগুড়ি শহরে (North Bengal Basanta Utsav)। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই বসন্তকে উদযাপনের সেরা মুহূর্ত দোলযাত্রা। আর এই দোলযাত্রা মানেই তো রঙের উৎসব। সারা বাংলার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বার শিলিগুড়িতেও পালিত হচ্ছে বসন্ত উৎসব। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গ বসন্ত উৎসব।
এই উৎসবে নাচ গানে মাতোয়ারা হন শহরের বিভিন্ন সাংস্কৃতিক জগতের কলা কুশলীরা। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়িতে বরাবরই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি স্থানীয়দের ভালোবাসা(North Bengal Basanta Utsav)। দোলের দিন এই অনুষ্ঠান যেন অন্য এক মাত্রা পায়। নাচ-গান-দোল খেলা এবং হৈ-হুল্লোড়ে কেটে যায় দোলের দিন। শিলিগুড়ির সেই বিখ্যাত জায়গা, বাঘাযতীন পার্কে ছেয়ে গিয়েছিল হলুদ শাড়ি- হলুদ পাঞ্জাবির ভিড়। প্রায় দুই বছর পর করোনার প্রকোপ কমে যাওয়ায় এই বছরের দোল উৎসব যেন অন্য মাত্রা নিয়ে এসেছিল। সকলের মধ্যেই সেই উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা যায়।এদিন গৌতম দেবকে আবিরে রাঙিয়ে দেন উদ্যোক্তারা (North Bengal Basanta Utsav)। অনুষ্ঠান শেষে রং খেলায় মাতেন অনুষ্ঠানে আগত প্রত্যেকেই। গৌতম দেবকে উত্তরীয় পড়িয়ে উৎসবে স্বাগত জানান সকলে। তাঁকে এদিন প্রণাম করে, গালে আবির দিয়ে বরণ করে নেন উৎসবে আগত সকলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Basanta Utsav, Gautam deb, Siliguri