#মিরিক: মিরিকে এলেন রাজ্যের দুই মন্ত্রী, অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। দুই মন্ত্রীর আগমনে মিরিকের বাসিন্দারা উৎসাহিত হয়ে উঠেছে। মিরিক পুরসভার চেয়ারম্যান এলবি রাই দুই মন্ত্রীকে মিরিক লেক ও ইন্দ্রাণী পার্ক ঘুরে দেখালেন। বেশ কয়েক বছর ধরে মিরিক লেক, ইন্দ্রানী পার্কের নির্মাণ চলছিল। এবার নতুন করে মিরিক লেক ও ইন্দ্রানী পার্ক সেজে উঠেছে।একটা সময় মিরিকের একটা আলাদা আকর্ষণ ছিল পর্যটকদের মধ্যে। বিগত বেশ কয়েক বছর আগে দার্জিলিং পাহাড়ে আন্দোলনের জন্য মিরিক লেক ও ইন্দ্রানী পার্ক সম্পূর্ণরূপে ধ্বংস হতে বসেছিল। পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন মিরিকের পর্যটন ব্যবস্থার উন্নয়নের জন্য আশ্বাস দিয়েছেন।
এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, 'প্রথমেই মিরিকবাসীদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের উপর ভরসা রেখেছেন। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিরিকের উন্নয়ন করে দেখিয়েছেন। আমাদের উপর ভরসা রাখতে বলায় আপনারা রেখেছিলেন। এটাই বড় কথা। আগামীতে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে পাহাড়কে ঘিরে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন মিরিক গড়ে উঠেছে আজ। ৫০ বছরে যে কাজ হয়নি, তা মাত্র সাড়ে চার বছরে শেষ হয়েছে। এই কাজগুলি দেখার জন্য আমরা এসেছিলাম আজ।'
তিনি আরও বলেন, 'মিরিক পুরসভার নির্বাচনে এবারে শুধু এক মাস নয়, প্রয়োজনে ছয় মাস পর্যন্ত থাকব, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাই।' মিরিক পুরসভার চেয়ারম্যান এলবি রাই জানান, 'মুখ্যমন্ত্রীর নির্দেশে মিরিকে ১৭৫ কোটি টাকার পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হবে। ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়ে গেছে। জেলা শাসক ফোনে এই কথা জানিয়েছেন।'
Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arup Biswas, Jalpaiguri