#শিলিগুড়ি: কলকাতায় পাচারের পথে মালদহ থেকে প্রচুর সংখ্যক সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। গুয়াহাটি থেকে সোনা এনে কলকাতায় পাচার করার ফন্দি এঁটেছিল পাচারকারীরা। এই ঘটনায় সোনা সহ আটক করা হয় ৩ পাচারকারীকে। অজ্ঞাত কারণে দুজনকে ছেড়ে দেওয়া হলেও গ্রেফতার হয় হাওড়ার এক যুবক। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা তৎপর হন।
জানা গিয়েছে, গোপন সূত্রে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা খবর পান, প্রচুর পরিমাণে সোনা ট্রেনে অসম থেকে পাচার করা হচ্ছে কলকাতায়। সেই খবর পাওয়া মাত্রই সোনা উদ্ধার করতে তৎপর হয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। নিউ জলপাইগুড়ি স্টেশনে সেই সোনা উদ্ধার করতে না পারলেও ট্রেনের বিভিন্ন কামরায় তল্লাশি চালান তাঁরা। এরপর মালদহয় তিন ব্যক্তিকে আটক করে। ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ২০টি সোনার বিস্কুটের বাট। উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৩ কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজার দর ১ কোটি ৭১ লক্ষ ৮৭ হাজার ৬৪০ টাকা। এই সোনা বার্মা থেকে চোরাপথে এদেশে এনে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের দাবি, সোনাগুলো শিলিগুড়ি সংলগ্ন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বাস থেকে উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে অমিত শাহ নামে এক যুবক। যদিও ধৃত যুবকের দাবি, এই সোনা পাচারের ঘটনায় সে কোনওভাবেই জড়িত নয়, তাকে ফাঁসিয়ে দিয়েছে পাচারকারীরা। ধৃতকে এদিন তোলা হয়েছে শিলিগুড়ি মহকুমা আদালতে।
Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri