Home /News /local-18 /
Jalpaiguri News: বিশ্বশান্তি কামনায় সপ্তাহব্যাপী মহাযজ্ঞ জলপাইগুড়িতে

Jalpaiguri News: বিশ্বশান্তি কামনায় সপ্তাহব্যাপী মহাযজ্ঞ জলপাইগুড়িতে

চলছে

চলছে পুজো

করলা ভ্যালি চা বাগান সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এই মহাযজ্ঞে অংশগ্রহণ করেছেন বলে স্থানীয় সূত্রে খবর

 • Share this:

  #জলপাইগুড়ি: বিশ্বশান্তি কামনায় শ্রীমদ্ভাগবত মহাপুরাণ মহাযজ্ঞের আয়োজন জলপাইগুড়ি মোহিতনগর করলা ভ্যালি চা বাগানে।গত সোমবার থেকে এক সপ্তাহব্যাপী শুরু হয়েছে এই মহাযজ্ঞ।করলা ভ্যালি চা বাগান সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এই মহাযজ্ঞে অংশগ্রহণ করেছেন বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় বাসিন্দা রাজেশ প্রধানের কথায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে।

  তাঁরা চায় দ্রুত সেই যুদ্ধ বন্ধ হোক, বিশ্বে শান্তি ফিরে আসুক। যেসকল ভারতীয়রা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় এই মহাযজ্ঞের আয়োজন বলে জানান তিনি।অন্যদিকে মহাযজ্ঞের পুরোহিত গণেশ ধাকাল জানান, বিশ্ব শান্তির কামনায় এই মহাযজ্ঞের আয়োজন। রাজেশ প্রধান বলেন, 'বিশ্ব শান্তি কামনার জন্য এই পুজোর আয়োজন করা হয়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনও অনেকেই আটকে রয়েছেন। তাঁদের আত্মার শান্তি কামনা থেকে শুরু করে ইউক্রেনে পারি দেওয়া ডাক্তারদের সুরক্ষা কামনা করে এই পুজোর আয়োজন করা হয়েছে। আমরা চাই এই যুদ্ধ খুব তাড়াতাড়ি বন্ধ হোক। মানুষের ক্ষতি বা মানুষের মৃত্যু কখনই কাম্য নয়।'

  পুরোহিত গণেশ ধাকাল বলেন, 'আমার এই পুজো করার উদ্দেশ্য, সারা গ্রামবাসীর মধ্যে সুখ শান্তি আসুক। সারা রাজ্যের মঙ্গল হোক। এই যুদ্ধ বন্ধ হোক। হাজারো প্রাণ যাচ্ছে, মানুষের পরিবার এবং বাড়ি সমস্ত কিছু ভেঙে পড়ছে। এসব দ্রুত বন্ধ হয়ে ফের বিশ্বে শান্তি ফিরুক। কল্যান হোক। তাই এই মহাযজ্ঞের আয়োজন। সবাই নিরোগী হোক, সাংবাদিক থেকে শুরু করে পড়ুয়া যে মারা গিয়েছেন, তাঁদের আত্মার শান্তির আয়োজন।'

  First published:

  Tags: Jalpaiguri, Russia Ukraine Crisis

  পরবর্তী খবর