Home /News /local-18 /
Siliguri: গাছের মগডালে চড়লেন 'চিতা' মহারাজ

Siliguri: গাছের মগডালে চড়লেন 'চিতা' মহারাজ

মগডাল

মগডাল আঁকড়ে চিতাবাঘ

রবিবার সকালে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির কলাবাড়ি জঙ্গল থেকে মেচি নদী পার করে ঘুঘুঝোড়া এলাকায় ঢুকে পরে চিতাবাঘটি। এরপর চিতাবাঘটি একটি গাছের মগডালে উঠে আটকে যায়।

  • Share this:

    ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: 'ফান্দে পড়িয়া বগা কান্দে রে' বাংলা সিনেমাটির কথা আশা করি মনে আছে? থাকবেই বা না কেন, কৌতুকে যে পরিপূর্ণ ছিল। ঠিক সেই অবস্থা এবার শিলিগুড়িতে। গাছের মগডালে উঠে আটকে গেল চিতাবাঘ। প্রায় সাড়ে তিন ঘন্টার কালঘাম ছুটে যাওয়ার পর এসএসবি (SSB) ও বন দপ্তরের উদ্যোগে উদ্ধার করা হয় 'মহারাজ' চিতাবাঘটিকে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের কালুয়াজোতের ঘুঘুঝোড়া এলাকায়। আর এদিকে ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করলেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, রবিবার সকালে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির কলাবাড়ি জঙ্গল থেকে মেচি নদী পার করে ঘুঘুঝোড়া এলাকায় ঢুকে পরে চিতাবাঘটি। এরপর চিতাবাঘটি একটি গাছের মগডালে উঠে আটকে যায়। বিষয়টি নজরে আসে গ্রামবাসীদের। চিতাবাঘের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরাই পুলিশ, বনদপ্তর ও এসএসবিকে (SSB) খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় টুকুরিয়াঝাড় রেঞ্জের বনকর্মী ও এসএসবি (SSB) জওয়ানরা। প্রথমে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করা হয়। তারপর গাছটিকে কেটে চিতাবাঘটিকে নামানো হয়। গাছ থেকে নেমেই চিতাবাঘটি পালানোর চেষ্টা করে। কিন্তু ঘুমপাড়ানি গুলির কারণে কিছুটা দূর গিয়েই অজ্ঞান হয়ে পরে চিতাবাঘটি। এরপর সেটিকে জালবন্দি করে নিয়ে যান বনকর্মীরা। উদ্ধার হওয়া চিতাবাঘটিকে বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park Siliguri) নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘাটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।

    First published:

    Tags: Jalpaiguri, Siliguri

    পরবর্তী খবর