#জলপাইগুড়ি: করিমুল হকের ডাকে সাড়া দিলেন জেলার এমভিএ আধিকারিক দেবিপ্রসাদ শর্মা। তাঁর মানবিক উদ্যোগে এক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে সাহায্য করলেন এক ট্রাইসাইকেল দিয়ে। ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবারি এলাকার নজরুল ইসলাম বিশেষভাবে সক্ষম। তিনি করিমুলবাবুর কাছে ট্রাইসাইকেলের আবেদন করেন। এরপর দেবিপ্রসাদ শর্মার সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করা হয়।
করিমুল হক এই প্রসঙ্গে বলেন, 'নজরুল ইসলাম শারীরিকভাবে সক্ষম নয়। তিনি আমার কাছে সাহায্যের আবেদন করেন। আমি সেই কথা এমভিএ আধিকারিক দেবিপ্রসাদ শর্মার কাছে জানাই। তিনি নজরুলবাবুকে ট্রাইসাইকেল প্রদান করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই মানবিক উদ্যোগে স্থানীয়রাও তাঁর প্রশংসা করেছেন। মানুষের পাশে ও বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থেকে কাজ করে মানবিকতার পরিচয় দিয়েছেন দেবিপ্রসাদবাবু।'
এদিকে ট্রাই সাইকেল পেয়ে বেশ আপ্লুত নজরুল। সাপ্টিবাড়ির এই বাসিন্দা নজরুল, করিমুল হক ও দেবিপ্রসাদবাবুকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি বলেন, 'এভাবে আমার পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমি নিজে শারীরিকভাবে সক্ষম নই। কিন্তু মানবিকতা দেখিয়ে আমার জন্য আজ যা করা হল, তা আমি সারাজীবন মনে রাখব।'
অন্যদিকে, করিমুল হক, নজরুলের যদি আগামীতে কোনও সাহায্য বা চিকিৎসার দরকার হয়, তবে তিনি সাহায্যের হাত বাড়াবেন বলে জানিয়েছেন। এছাড়াও মানুষের পাশে থাকার বার্তা তিনি বরাবর দিয়ে এসেছেন। এবারও সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। নজরুলের মতো এমন অনেকেই আছেন যাঁদের সাহায্যের দরকার। তাদের দিকে নজর দেওয়ার কথাও জানান তিনি।
Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri